?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা ইউটিউবের ট্রিকস নিয়ে আসলাম। এটার মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন, কোনো এপ ব্যবহার করতে হবে না। তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
?প্রথমে আপনাকে ইউটিউবে যেতে হবে। যে ভিডিওটা ডাউনলোড করতে চান, সেই ভিডিও টার থ্রি-ডট মেনুতে যাবেন।
?তারপর আপনি Share ওপশনে যাবেন।
?নিচের মত আসবে, এখানে ক্লিক করুন Copy Link.
?তারপর আপনাকে নিচের লিংকে যেতে হবে
?লিংকে আসার পর এই রকম আসবে। সবুজ বক্সে ভিডিও লিংকটা পেস্ট করুন এবং লাল বক্সে ক্লিক করুন।
?একটু লোড নিয়ে আসবে ভিডিও টি।দেখানো স্থান থেকে কুয়ালিটি সেট করতে হবে।
?নিচের মত যে কোনো কুয়ালিটি নিতে পারেন। প্রথমটা নিলে পুরাপুরি এইচডি ভিডিও পাবেন। তারপর ক্লিক করেন Download.
?দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে।
?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।
আমার একটা ইউটিউব চেনেল আছে সবাই ঘুরে আসুন
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।