অনেক ভিডিওর টাইটেলের সাথে আপনারা হয়ত দেখে থাকবেন লেখা আছে TRENDING NOW বা BANGLADESH ও লেখা থাকে। যদি অন্য ভিডিওতে না দেখে থাকেন এমন কিছু তাহলে নিচের ভিডিওটার টাইটেল লক্ষ্য করুন।যার ভিউ মাত্র ৭ জন। কিন্ত TRENDIND NOW লেখা। আজ এই টিউটরিয়ালই দেখাব আমি রাকিব।
এর জন্য আপনার ফোনের ইউটিউব এপসটিকে সর্বশেষ ভার্শনে আপডেট করে নিতে হতে। পূর্বের ভার্শনে এটা সাপোর্ট করে না।
তাই আগের ভার্শন ইউজ করলে এখনই আপডেট করে নিন প্লে স্টোর থেকে।
এবার আপনার ইউটিউব এপস ওপেন করুন ভিডিও আপলোড দেবারর জন্য উপরের বারের উপর যে ভিডিও আইকন আছে ওটাতে ক্লিক করুন। চিত্রে দেখুন।
এবার যে ভিডিও আপলোড করবেন তা সিলেক্ট করুন।
সিলেক্ট করলে নিচের চিত্রের মত আপবার ভিডিও এর ডিটেলস এড করার অপশন আসবে। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এড করার জন্য ফর্ম আসবে।
তার নিচেই দেখতে পারবেন Add Location নামে একটা অপশন আছে।ওটাতে ক্লিক করুন।চিত্রের মত একটা সার্চ অপশন ওপেন হবে। সার্চ অপশনে লিখুন TRENDING NOW বা আপনি যদি দেশ এড করতে চান তবে দেশের নাম লিখুন।
এবার ওকে করুন তাহলেই এড হয়ে যাবে আপনার লোকেশিন বা TRENDING NOW অপশন। সেভ করুন ভিডিও।
এবার টাইটেলে এসে লক্ষ্য করুন TRENDING NOW লেখা শো করছে।
এভাবে আপলোড করা ভিডিও এডিট করে সেগুলাতেও কান্টি বা TRENDING NOW যোগ করতে পারবেন।
না বুঝলে ভিডিও টিউটোরিয়াল টি দেখুন:
আশা করি বুঝতে পেরেছেন এবং সবকিছু ঠিকভাবেই করতে পারছেন।
ভাল থাকবেন, ভাল রাখবেন। ধন্যবাদ সবাইকে।