আসসালামু আলাইকুম ,
অনেক দিন ব্যস্ততার কারনে আসতে পারিনি , আবার ফিরে এলাম প্রানের ট্রিকবিডি তে , অনেকের হেল্প বিৎয়ক পোস্ট পেয়ে অত্নেক উপকৃত হয়েছি এই সাইট থেকে ………… যাহোক কথা না বাড়িয়ে শুরু করি, আজ নিয়ে এলাম ছোট একটা ট্রিক , হয়তো অনেকে জেনে থাকবেন। (নোটঃ বানান ভুল পেলেই জানাবেন আমি ঠিক করবো ইনশাল্লাহ)
- আমার আজকের পোস্টে ২ টা কাজঃ
- কিছু চ্যানেল আছে সাবস্ক্রাইবার দেখা যায়না। তাঁদের সংখ্যা দেখা যাবে।
- অনেক সময় নিজের চ্যানেলে সকল সাবস্ক্রাইবার শো করেনা বা দেখায়না, তা এইখান থেকে অবশ্যই দেখা যাবে।
তাহলে শুরু করা যাক ————————
১. প্রথমে এই লিংকে যান, যা দেখছেন ছবিতে।
২. প্রথমে একটা অটো চ্যানেলের নাম আসবে, নামের উপর ক্লিক করবেন।
২. একটা বক্স আসবে , সেখানে আপনার চ্যানেলের আইডি, অথবা ইউজার নেম, অথবা লিংক টা দিয়ে ওকে করবেন।
যেমন এই ছবিতে ———
৩. রেজাল্ট এসে যাবে মুহুর্তে। এর ভেতর কোন সাব হইলে তাও সময় গননার মত ভেসে উঠবে লাইভ।
টিউটোরিয়াল টি ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/u0FvrA6jejw
** আসছে সামনে অনলাইন ইনকামের এরকম সহজ টিপস, লেজিট, আর ইউটিউব নিয়ে ও লেজিট ট্রিক আছে। সাথে থাকুন ট্রিকবিডির। আমার ব্লগে ইমেইল সাব করলে ইমেইলে পোষ্ট পেয়ে যাবেন, অথবা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল।
Thank You all………