পোস্টে আমি অযথা বেশি লেখা লেখি করি না, সেটা আপনারা হয়তো জানেন।
ইন্ট্রো নিয়ে এর আগেউ পোস্ট হয়েছে।
কিন্তু আমি এখন যেখান থেকে ইন্ট্রো বানানো দেখাচ্ছি, আপনারা সেখান থেকেই বানাবেন।
অসাধারন সব ইন্ট্রো।
আমার এতই ভালো লেগেছে!
কি বলবো
এক কথায় সাধারন।
যাইহোক, আসলে কত টুকু অসাধারন তা বোঝার জন্য পোস্ট টি সম্পূর্ন পড়ুন ।
তবে তার আগে একটু অনুরোধ>
- পোস্টে কোনো রকম ভুল থাকলে বুঝিয়ে দেবেন। শিখে নেবো
- যাদের এই পোস্ট টি ভালো লাগবে না, তাদের কে অনুরোধ করছি এই পোস্ট টি নিরবে এড়য়ে যাওয়ার জন।
- যার কাছে এই পোস্ট টি ভালো লাগবে তাকে অনুরোধ করছি, একতা লাইক দিয়ে কম্মেন্ট বক্সে আপনার অনুভূতি টি জানিয়ে দিন।
প্রথমে এখানে ক্লিক করে ইন্ট্রো বানানোর ওয়েবসাইট টি তে প্রবেশ করুন।
দেখুন রেজিস্টার করতে বলবে।
রেজিস্টার করে নিন।
(মেইল ভেরিফাই করার কোনো দরকার নেই, তাই যে কোনো মেই দিয়েই রেজিস্টার করতে পারেন।)
নিচের দেখানো ছবির জায়গা তে একটা ক্লিক করুন।
ক্যাটাগরি সিলেক্ট করুন।
Register এ ক্লিক করুন।
নিচের দেখানোর ছবির জায়গাতে ক্লিক করুন।
দেখুন অনেক গুলো টেমপ্লেট দেখাচ্ছে।
যে টেমপ্লেট এর ইন্ট্রো টি বানাতে চান সেটির নিচের View তে ক্লিক করুন।
নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।
নিচের দেখানো ছবির জায়গাতে আপনার ভিডিওর নাম লিখুন। এটা কিন্তু ভিডিও তে দেখা যাবে না। শুধু মাত্র এই নামে এই ভিডিও টি সেভ হবে।
নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার Logo টি আপলোড দিন।
নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় লেখা টুকু লিখুন।
তারপর Next এ ক্লিক করুন।
যদি সাউন্ড অ্যাড করতে চান, তাহলে নিচের ছবিতে দেখানো জায়গা থেকে অ্যাড করবেন।
তারপর Next এ ক্লিক করুন।
নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন
নিচের ৩ টা অপশন কমপ্লিট না হওা পর্যন্ত একটু অপেক্ষা করুন।
নিচের দেখানো ছবির জায়গাতে ক্লিক করে ডাউনলোড করে নিন।
দেখুন ভিডিও টি তে Watermark আছে। তবে সেটা এমন জায়গাতে আছে। যে টুকু কেটে বাদ দিলে এই ইন্ট্রোর তেমন কোনো ক্ষতিই হবে না।
পোস্ট থেকে বুঝতে কোনো প্রকার সমস্যা মনে হলে নিচের ভিডিও টি দেখুন।
(আমার উক্তিঃ- অনুগ্রহ করে এখানে ক্লিক করে আমার চ্যানেল টি ঘুরে আসুন। ৫৫+ ভিডিওর উপস্থিতি আপনাকে উপকৃত করবে।)
আল্লাহ হাফেজ