Site icon Trickbd.com

মোবাইলেই কিভাবে YouTube এর Channel Cover Banner তৈরি করতে পারবেন | How to create YouTube Cover Banner in Android | একবার দেখার অনুরোধ রইল।।

Unnamed

সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে এক অসাধারণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। Title টা দেখে সবাই হয়ত বুঝে গেছে পোস্টের বিষয়টা কি।আজকের পোস্টের বিষয় Editing । আজকে আমি কিভাবে YouTube Channel Cover Banner তৈরি করতে হয় তা দেখাব । এবং সবার চেয়ে Easiest way টা দেখাব। Author হলেও ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। সুতরাং এত সব কথা না বলে পোস্ট শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন :

• Android App PixelLab [PlayStore Pixellab দিয়ে Search করলে পাবেন। ] ।

• একটি image [একদম নিচে পাবেন ] ।

• সামান্য ধৈর্য এবং মনোযোগ।

How to do :

– বোঝার সুবিধার্থে ছোট থেকে ছোট সব Step Screenshot এ দেখানো হলো। সুতরাং নিচের Screenshot গুলো Follow করি।

ScreenShots :

• pixellab open করার পর।।









ব্যাস!! এতটুকুই

Results :

আশা করি বোঝতে কোনো সমস্যা হয় নি। আমিও আপনাদের আমার MaxLimit পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি।

IMG :

সব শেষে আসা করি আপনাদের সবার ভাল লেগেছে। just যাতে আপনারা Enjoy করেন। তাই এত কিছু করা। কোনো ভুল করে থাকলে ক্ষমা করবেন।। যদি কোনো ভুল আপনার চোখে পড়ে তাহলে So Sorry Again এবং হ্যা Comment করে অবশ্যই জানাবেন ভুলটা কি ।আপনাদের কারও কোনো Requested Post থাকলে Comment করে জানাতে পারেন। আমি Next এ আরও অনেক কিছু নিয়ে হাজির হব। যা সত্যিই আপনাদের কাজে আসবে। আপাদত আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ 

?Facebook এ আমি !! কোনো Personal সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন।