আমরা যখন professional music video গুলি youtube এ দেখি তখন বাম পাশে একদম কর্নারে VEVO লেখা থাকে।তখন তোমাদের নিশ্চই প্রশ্ন জাগে “VEVO কেন লেখা থাকে? এটার মানে কি বোঝায়? ব্লা ব্লা ব্লা আরো অনেক প্রশ্ন। সব প্রশ্নের সমাধান আজ আমি দেব।
“VEVO” কি?
VEVO হল একটি আমেরিকান Hosting company। যারা Host, promote, online security করে কমিশন নেয়। তাহলে তো দালালই বলা যায়। VEVO মানে বোঝায় VIDEO EVULATION । মানে বিবর্তন হওয়া থেকে রোধ করে। আপনারা বলবেন MUSIC VIDEO বিবর্তন কিভাবে হয়? হয় ভাই SEO না করলে বিবর্তন হয়। মানে MUSIC VIDEO গুলি “VEVO ” Company সেটাকে Upload থেকে শুরু করে SEO বলেন বা HOSTING করে থাকে। কেননা বড় বড় MUSICIAN দের এতো সময় নষ্ট করার তো সময় নেই।
“VEVO” কিভাবে আসলো?
VEVO তিনটে group মিলে ৪/১২/২০০৯ সালে প্রতিষ্ঠা করে। সেগুলো হলো-
1. SONY BMG
2. UNIVERSAL MUSIC GROUP
আর VEVO এবং GOOGLE হলো PARTNER।যারা এখানে registration করে তাদের ভিডিও গুলি host,promote, online security দেয়। তাছাড়া VEVO একটি সার্টিফিকেট দেয় যারা Almost 100 million views cross করে।
দেখে নিন Most views হওয়া top ten Video গুলির মধ্যে কে কে VEVO এর সদস্য?
ছবিটিতে লাল letter এর video গুলি VEVO এর সদস্য।
দেখে নিন Most SUBSCRIBE হওয়া Top Ten CHANNEL গুলির মধ্যে কে কে VEVO এর সদস্য?
ছবিটিতে লাল letter এর CHANNEL গুলি VEVO এর সদস্য।
“VEVO” তে REGISTER করতে কি লাগবে?
VEVO তে REGISTER করতে আপনাকে একজন SINGER হতে হবে আর আপনার YOUTUBE CHANNEL এ ALMOST 10 MILLION SUBSCRIBER থাকতে হবে। Then আপনি “VEVO ” এর সদস্য হতে পারবেন।
WARNING
:-
আর একটি কথা বর্তমানে দেখছি অনেকেই নিজের MUSIC ভিডিও এর নিচে VEVO সাইন SAME TO SAME নিজের ভিডিওতে বসিয়ে দেয়। অথচ সে কিন্তু VEVO এর কোনো সদস্যই না। এতে কোনো সমস্যা না হলেও, যেহেতু GOOGLE নিজেই VEVO এর PARTNER। সেহেতু, গুগুল ভাববে আপনি কোনো এক ধান্দাবাজ যে কিনা VIEW পাবার জন্যে VEVO সাইন কপি করে।