আমরা যখন professional music video গুলি youtube এ দেখি তখন বাম পাশে একদম কর্নারে VEVO লেখা থাকে।তখন তোমাদের নিশ্চই প্রশ্ন জাগে “VEVO কেন লেখা থাকে? এটার মানে কি বোঝায়? ব্লা ব্লা ব্লা আরো অনেক প্রশ্ন। সব প্রশ্নের সমাধান আজ আমি দেব।

“VEVO” কি?

VEVO হল একটি আমেরিকান Hosting company। যারা Host, promote, online security করে কমিশন নেয়। তাহলে তো দালালই বলা যায়। VEVO মানে বোঝায় VIDEO EVULATION । মানে বিবর্তন হওয়া থেকে রোধ করে। আপনারা বলবেন MUSIC VIDEO বিবর্তন কিভাবে হয়? হয় ভাই SEO না করলে বিবর্তন হয়। মানে MUSIC VIDEO গুলি “VEVO ” Company সেটাকে Upload থেকে শুরু করে SEO বলেন বা HOSTING করে থাকে। কেননা বড় বড় MUSICIAN দের এতো সময় নষ্ট করার তো সময় নেই।

“VEVO” কিভাবে আসলো?

VEVO তিনটে group মিলে ৪/১২/২০০৯ সালে প্রতিষ্ঠা করে। সেগুলো হলো-

1. SONY BMG
2. UNIVERSAL MUSIC GROUP

3. WARNER MUSIC GROUP

আর VEVO এবং GOOGLE হলো PARTNER।যারা এখানে registration করে তাদের ভিডিও গুলি host,promote, online security দেয়। তাছাড়া VEVO একটি সার্টিফিকেট দেয় যারা Almost 100 million views cross করে।

দেখে নিন Most views হওয়া top ten Video গুলির মধ্যে কে কে VEVO এর সদস্য?

ছবিটিতে লাল letter এর video গুলি VEVO এর সদস্য।

দেখে নিন Most SUBSCRIBE হওয়া Top Ten CHANNEL গুলির মধ্যে কে কে VEVO এর সদস্য?

ছবিটিতে লাল letter এর CHANNEL গুলি VEVO এর সদস্য।

“VEVO” তে REGISTER করতে কি লাগবে?

VEVO তে REGISTER করতে আপনাকে একজন SINGER হতে হবে আর আপনার YOUTUBE CHANNEL এ ALMOST 10 MILLION SUBSCRIBER থাকতে হবে। Then আপনি “VEVO ” এর সদস্য হতে পারবেন।

WARNING

:-

আর একটি কথা বর্তমানে দেখছি অনেকেই নিজের MUSIC ভিডিও এর নিচে VEVO সাইন SAME TO SAME নিজের ভিডিওতে বসিয়ে দেয়। অথচ সে কিন্তু VEVO এর কোনো সদস্যই না। এতে কোনো সমস্যা না হলেও, যেহেতু GOOGLE নিজেই VEVO এর PARTNER। সেহেতু, গুগুল ভাববে আপনি কোনো এক ধান্দাবাজ যে কিনা VIEW পাবার জন্যে VEVO সাইন কপি করে।

18 thoughts on "What is VEVO ?HOW VEVO WORK? VEVO কি?"

    1. mehedi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  1. King Of lion Author says:
    টাইটেল ইংরেজীতে আর পোস্ট বাংলায় ৪০℅ ও ইংরেজীতে ৬০℅
    1. mehedi Author Post Creator says:
      পোস্ট তো বাংলায় must
      But title তো অনেক বাঙ্গালি english এ search করে ।।। (seo method)
      ধন্যবাদ ভাই কমেন্টের জন্য
    2. King Of lion Author says:
      OK but I’m fun for your post
      NPM=Nice Post Mehedi
      let’s Fun on Trickbd
    3. mehedi Author Post Creator says:
      ☺☺
  2. adilxvr Author says:
    Just Awesome.
    কিন্তু channel আছে, যাদের Subscriber 10 million নেই।
    কিন্তু তারা কেমনে সদস্য হলো।
    example- SZAVEVO , PrinceRoyceVEVO , RussVEVO

    আর professional youtuber দের নামের পাশে VEVO লিখা না থাকা সত্ত্বেও তারা কেন VEVO logo ব্যবহার করে?
    example- J Balvin , Maluma , Jannifer Lopez

    1. Shariar Islam Author says:
      তারা মূলত প্রোডাকশন কোম্পানির সাথে সরাসরি সংযুক্ত। তাছাড়া ১০ মিলিয়ন ভিউ থাকতে হবে কথাটা প্রথম শুনলাম (লেখকের কাছে রেফারেন্স চাই)। আর চ্যানেলে VEVO লেখা থাকা গুরুত্বপূর্ণ নয়।
    2. adilxvr Author says:
      ওহ। ধন্যবাদ
  3. adilxvr Author says:
    Just Awesome.
    যাদের Subscriber 10 million নেই।
    কিন্তু তারা কেমনে সদস্য হলো।
    example- SZAVEVO , PrinceRoyceVEVO , RussVEVO
  4. adilxvr Author says:
    আর professional youtuber দের নামের পাশে VEVO লিখা না থাকা সত্ত্বেও তারা কেন VEVO logo ব্যবহার করে?
    example- J Balvin , Maluma , Jannifer Lopez
    1. Nick1007 Contributor says:
      অনেক আর্টিস্টই নিজেদের নামের পাশে ভেভো লাগাতে চাননা! এক্ষেত্রে তারা ভেভোর মেম্বার থাকেন, কিন্তু চ্যানেলের নাম তাদের নিজেরই থাকে
    2. adilxvr Author says:
      ওহ ধন্যবাদ
  5. Nick1007 Contributor says:
    যা ইচ্ছা তাই লিখেন, মানুষকে কি বলদ পাইছেন??

    ভেভো তে সাইন আপ করতে সাবসক্রাইবার কুনো ম্যাটার নাহ, রেপুটেশন টাই আসল

    1. Nick1007 Contributor says:
      ইউটিউবে ১হাজারের কম সাবক্রাইবারসহ অরিজিনাল ভেভো চ্যানেলও আছে
  6. HashTrick Contributor says:
    sreenshot gula ulta palta hoise,,,thik koro
  7. Mahbub Pathan Author says:
    জানার একটা বিষয়।

Leave a Reply