কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আবারও ফিরে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। টপিক টা কি হবে হয়তো জানার আর বাকি নেই। কারণ, উপরে টাইলেল তো দেখলেনই। হুমমম… আমি আজ আপনার ফানি চ্যানেলের জন্য নিয়ে আসলাম 54 ফানি ট্রল সাউন্ড একসাথেই। আপনার ভিডিও কে করে তুলুন আরও মজার, আরও আনন্দের। শুধু মাত্র এই সাউন্ড গুলো ব্যবহার করে। চলুন তাহলে শুরু করি____
এখনকার দিনে Youtubing করা অনেকটা রিলে দৌড়ানো প্রতিযোগীতার মত। আপনার পাশে প্রতিযোগীর অভাব নেই। তাই তাদের সাথে টিকে থাকতে হলে আপনার থাকতে হবে দৌড়ানোর ক্ষমতা, অর্থাৎ,, আপনার দক্ষতা, আপনার ভিডিওর ধরন উন্নত করতে হবে। হুম… ফানি ভিডিও তে ব্যাকগ্রাউন্ড ট্রল সাউন্ড থাকা গুরুত্বপুর্ণ। প্রথমে কিছু সাউন্ড শুনে নিন। এবং Zip File টা Download করে নিন।
আজ এ পর্যন্তই। যদি ফানি সাউন্ডগুলো পেয়ে বিন্দুমাত্র উপকার হয়েছে মনে করেন। তাহলে আমার কষ্ট সফল হবে। কারন, এক একটা সাউন্ড কালেক্ট করতে আমাকেও কষ্ট করতে হয়ছে।
ধন্যবাদ সবাইকে।