আসসালামু আলাইকুম
পবিত্র ঈদ মুবারক এর আগাম সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি
Youtube এ আমারা অনেকেই ভিডিও বানাই, সেই ভিডিও গুলো আরো সুন্দর করার জন্য আমরা অনলাইনে খুজে খুজে Website থেকে ইন্ট্রো বানাই
মাঝে মাঝে এত কষ্ট করে ইন্ট্রো বানানোর পরও ইন্ট্রো গুলো সেভ করতে গেলে $ লাগে আবার সেভ করলেও Water mark যুক্ত ।
কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজ।
★ আর নয় Watermark যুক্ত ইন্ট্রো
★ আর নয় $ দিয়ে ইন্ট্রো সেভ করা
★ আর নয় ইন্ট্রো Quality নিয়ে ভাবনা,
আমি আপনাদের যেই এপটি দিবো তা খুব উপকারি
এই এপটি Expert রা ভালো করে নিয়ন্ত্রণ করতে পারবে,
আর আপনারা ভালো করে বুঝার জন্য নিচে সুন্দর করে ভিডিও রিভিউ দেওয়া আছে দেখে নিবেন।
এপটা আপনাদের বুঝতে অসুভিধা হতে পারে তাই মনযোগ দিন।
প্রথমে এই লিং থেকে এপটি ডাউনলোড দিন
ডাউনলোড দিয়ে ইনস্টল করার পর নিচের স্ক্রিন শট গুলো ফলো করুন
এখন একটি নতুন প্রজেক্ট খুলে টাইটেল দিয়ে ভিতরে যান
এখন গেলারি থেকে যেই ছবি গুলোর ইন্ট্রো বানাবেন তা সিলেক্ট করে নিচের স্ক্রিনশট ফলো করুন
এখন টাইটেলে আপনার ভিডিওতে প্রথমে রানিং অবস্থায় যা শো করাতে চান তা দিবেন তারপর
দেখুন এগুলো হলো ইফেক্ট, কিভাবাবে কোনদিকে স্ক্রোলিং করবে লেখা গুলো এই ইফেক্টে আছে আর লক্ষ্য করুন কোনো Water mark নেই,
এখানে আরো এডভান্স সেটিং আছে ব্যবহার করলেই বুঝবেন।
আর যদি একটুও না বুঝেন ভিডিও টি দেখুন
আমি যানি সকল ইউটুবারদের জন্য এপটি স্পেসাল, অনেকেই ভিডিও টি দেখবেন আবার পোস্ট টা পরে চলে যাবেন,
যদি কারো বিন্দু পরিমান উপকার হয় তবে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে
বরাবরের মতো আবারো বলি
সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার আসে পাসের লোক গুলোকে
size : 35+ mb এর মতো