Site icon Trickbd.com

দেখুন Youtube Official App এর নতুন Update.. এখনি Update করে নিন.. অসাধারণ Feature.. [Incognito Mode]

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
 

পোস্টের বিষয়ঃ


 ? ফোনে যারা Youtube ব্যবহার করে তাদের প্রায় সবাই Youtube এর Official App টি ব্যবহার করে.. আপনারাও নিশ্চয়ই করেন.. সম্প্রতি এই app এর নতুন Update এসেছে.. অসাধারণ ফিচার.. ফিচার গুলো দেখে নিয়ে দেরি না করে দ্রুত Update দিয়ে নিবেন.. চলুন দেখে নেওয়া যাক মেইন যে আপডেটটা এসেছে…  আপনারা জানেনই Youtube এ Search করলে সেটা History তে থেকে যায়.. ডিলিট করতা হলে Settings থেকে করা যায়.. আবার Watch History ও থেকে যায়.. আপনারা অনেকেই হয়তো সেটা পছন্দ করেননা বা ভালো লাগেনা.. তাই সবার সুবিধার জন্য নতুন একটি Update এনেছে App টিতে.. Incognito Mode এর ব্যবস্থা করা হয়েছে.. আপনি কিছু Search করলেও সেটা History তে থাকবে না.. কিছু দেখলে সেটার Watch History ও থাকবে না..
আরো আছে আপনি Playlist বা Watch Later থেকে বাম দিকে Video Swipe করলেই Remove করার অপশন পাবেন.. প্রতিটা ভিডেওর বাম পাশে তিনটা ডট আছে যেটাতে ক্লিক করে ভিডিওটি উপরে বা নিচে নিয়ে যেতে পারবেন..
অনেকে হয়তো এটা সম্পর্কেও জানেন না যে Youtube এ Message করার সিস্টেমও এসেছে বেশ কিছুদিন..
Video Background এও Play করা যাবে…
Search Filter এবং Video Play তেও এসেছে হালকা পরিবর্তন..

Youtube


আপনারা Play Store এ Search করেও ডাউনলোড করতে পারেন.. আপডেট দিতে 30 MB এর মতো লাগবে.. নিচের লিংক থেকেও সরাসরি Play Store এ গিয়ে ডাউনলোড করতে পারেন..

 

কিছু Screenshot দেখে নিনঃ


Normal Mode এ Search History থাকবে..

Incognito Mode On করার জন্য ওপরে কোণার অপশনটিতে ক্লিক করে Account Settings এ যাবেন..

“Turn On Incognito” ক্লিক করবেন..

“GOT IT” এ ক্লিক করবেন..

দেখুন আমি Trickbd লিখে সার্চ করলাম..

দেখুন কোনো History নেই..

কোনো Notification ও নেই..

মেসেজ..

দেখুন Playlist এর Video খুব সহজেই Remove করা যাবে শুধুমাত্র Swipe করে..

তো দেরি না করে এখনি Update দিয়া নিন আর Enjoy করুন..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..

কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোনো সমস্যা আমার Technology বিষয়ক গ্রুপটিতে পোস্ট করে সমাধান পেতে পারেন..
Tech Magician’s BD (Click Here to Join)

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ