Site icon Trickbd.com

ইউটিউব Tags দেখুন, ভিডিও ডাউনলোড করুন আরও সহজে

Unnamed

ঈদ মোবারক…!
কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে পোস্ট শুরু করছি।

আজকে আমি আলোচনা করবো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে। অ্যাপটি নাম – Youtube Tool

এই অ্যাপটি মাধ্যমে আপনি যা যা করতে পারবেন
১. যেকোন YouTube ভিডিও Tags দেখতে পারবেন।

২. যেকোন YouTube ভিডিও ডাউনলোড করতে পারবেন।

৩. যেকোন YouTube ভিডিও থেকে ওই ভিডিওতে যে Thumbnail ব্যবহার করা হয়েছে সেটা দেখতে পারবেন।

একটা একসাথে সব…. ???

সবাই হয়ত Tags কি সেটা বুঝতে পারবেন নাহ। Tag হলো একজন Youtuber এর জন্য অনেক জরুরী একটা বিষয়।

অ্যাপ ডাউনলোড লিংক

এখন মুল কাজে যাই


অ্যাপ ডাউনলোড করে ওপেন করে দেখবেন। একটা বক্স পাবেন সেখানে আপনি যে ভিডিও Tags, Thumbnail, ভিডিও ডাউনলোড করতে চান সে ভিডিওর লিংক কপি করে ওই বক্স এ দিতে হবে। তারপর বক্স এর পাশে থাকা Create বাটনে ক্লিক করলে কাজ শেষ।


এর পর দেখবেন ওই ভিডিওটি যে যে Tags ব্যবহার হয়েছে সমস্ত টাগস দেখতে পারছেন। নিচে Tags বাটনে ক্লিক করলে সমস্ত Tags আপনার মোবাইল সেভ হয়ে যাবে।


আর Download বাটনে ক্লিক করলে দেখবেন, ৩টা Option পাবেন।


Download MP4, Cancel, Thumbnail। Download MP4 ক্লিক করলে ভিডিও ডাউনলোড হবে। Cancel ক্লিক করলে হোম পেজ চলে যাবে। Thumbnail ক্লিক করলে Thumbnail ডাউনলোড হবে।

পোস্টটি ভালো লাগে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি

এই রকম অ্যাপ কিভাবে বানাতে হয় আপনাদের জানার ইচ্ছা থাকলে আমাকে জানাতে পারবেন। চেস্টা করব আপনাদের শিখানো।

ধন্যবাদ

Exit mobile version