Site icon Trickbd.com

[Tubebuddy] এর মতো [vidIQ] এখন আপনাদের নিজের Android Phone Install করুন খুব সহজেই। বিশেষ করে Youtuber রা অব্যশই দেখুন। কাজে লাগবে……

Unnamed


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

★★★★★★★★★★★★★★★★★★

✓✓আমি আজকে যে বিষয় টা নিয়ে পোস্ট করছি সেই পোস্ট টা অব্যশই ইউটিউবার দের জন্য। বিশেষ করে যায়া মোবাইলে ইউটিউব করেন তাদের জন্য বিশেষ প্রয়োজনীয়।

✓✓ট্রিকবিডি তে অনেক ইউটিউবার রা আছেন এবং অনেকেই জানে যে Tubebuddy ইউটিউবারদের জন্য কতোটা প্রয়োজন। এটা মোবাইলে ইন্সটল করা যায় ইতি মধ্যে এটা নিয়ে ট্রিকবিডি তে পোস্ট করা হইছে।
.
✓✓আজকে আমি যেটা নিয়ে পোস্ট করছি সেটা হলো vidIQ হ্যা। এটা সর্ম্পকে যায়া জানেন তাদের কাছে আর কিছু বলবো না। কিন্তু যায়া জানেন না। তাদের উদ্দেশ্য বলবো। এক কথায় এটা দিয়ে Tubebuddy এর মতো সকল কাজ এই vidIQ দিয়ে করতে পারেন।
.
✓✓আর এটা কম্পিটারে ইন্সটল করা যায় অনেক সহজেই।
কিন্তু Android phone ইন্সটল করা যায়, কিন্তু কিভাবে এটা হয়তো সকলের জানা নেই।
.
✓✓কি জানেন কি???
.
কোন চিন্তা নেই আমি আছি না। কি করে vidIQ আপনাদের Android phone এ ইন্সটল করবেন আমি তা আজ দেখাবো।
তো কি করে ইন্সটল করবেন দেখা যাক।
তার জন্য একটা অন্য ব্রাউজার এর প্রয়োজন তার নাম হলো Yandex Browser
প্রথমে ব্রাউজার টি ডাউনলোড করে নিন।
.
Yandex Browser Download link: Click To Download


####################################

তারপর নিম্ন স্কিন সর্ট গুলো ফলো করুন

১. ব্রাউজার টি Open করুন এবং সার্চ করুন (webstore Chrome). তারপর Enter করুন

২. তারপর সার্চ করার পর যেটা প্রথমে আসবে ওইটায় ক্লিক করুন।


৩. আবার দেখুন এমন একটা পেজ আসবে। তো এখন সার্চ বারে Click করে।
(/) এর পরে লেখা আছে unsupported এই লেখা থেকে (un) টা কেটে দিয়ে Enter করুন


৪. এবার দেখুন এমন Extension আসবে।

৫. এবার Extension এর সার্চ বারে সার্চ করুন vidIQ

৬. এর পর প্রথমটা ক্লিক করুন চিএে দেখানো অনুযায়ী ( Add to Chrome) Click করুন। তারপর Extension Download শুরু হয়ে যাবে।


৭. এবার কিছুক্ষণ অপক্ষা করুন দেখুন ডাউনলোড হয়ে গেছে।

৮. এবার অন্য একটি নতুন টেব নিয়ে ইউটিউব সার্চ করে এবং Desktop Mode করে আপনি আপনার জিমেইল টি Login করে নিন।

৯. তারপর নিচে তিনটি (ডট) এ Click করুন আবার Extension Click করুন এবং vidIQ version for Youtube এ Click করুন। দেখুন নিচের মতো পেজ আসবে।


১০. এখন যেহেতু এখানে আপনাদের কেন Account নেই। তাই Create Account Click করুন। এবং নিম্ন Gmail, Confirm Gmail, Full Name, Password, & Confirm Password দিয়ে নতুন Account করে নিন।

১১. এবার দেখুন আপনার একাউন্ট করা হয়ে গেছে। এখন আপনি মজা নিন এবং আপনার ইউটিউব কে করে তুলুন আরো ভালো।



????????????????
vidIQ এর কাজ হলো:
যে কোন ভিডিও এর সর্ম্পকে সব ধরণের ধারণা পাবেন যেমন তার মধ্যে হলো→ভিডিও টি কেমন Rank করলো, ভিডও টির বর্তমান সময় পযর্ন্ত মোট ইনকাম কতো,
আর আপনারা যায়া বিশেষ করে ইউটিউবার রা টেগ খুজেন ভিডিও এর জন্য তাদের জন্য ভালো,কেনোনা এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে একটা ভিডও এর মধ্যে কোন ট্যাগ টা Rank করছে সেটা আপনি সহজেই ব্যাবহার করতে পারবেন।
আর এটার মাধ্যমে এটাও জানতে পারবেন যে আপনার ভিডিও টা কতো শতাংশ Rank করছে।
আপনি যদি কোন ভিডিও আপলোড দিতে যান তাহলে আপনার ভিডিও এর টাইটেল অনুযায়ী আপনাকে অনেক অনেক ট্যাগ সাজেস্ট করবে। আপনার SEO কেমন বা কতো শতাংশ হলো জানতে পারবেন আরও অনেক কিছু আছে।
বিঃদ্রঃ : যায়া আরও কিছু জানতে চান যে Tubebuddy & vidIQ এর কাজ কি বা এটা দিয়ে কি করে?? দয়া করে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিন অনেক ভিডিও আছে এগুলোর সর্ম্পকে। সেখান থেকে ভালো বুঝতে পারবেন।

????????????????
পোস্ট টি ভালো লাগলে অব্যশই লাইক কমেন্ট করবেন।
????????????????
এবং কোন সম্যসা হলেও কমেন্ট কইরেন।
>>>>><<<>>><<<>>><<<>>><<<>>><<<<<

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣