Site icon Trickbd.com

Mobile দিয়েই যেকোন সাইজের Screenshot কে Resize করে Youtube এর উপযুক্ত করুন .

Unnamed

Dear TrickBD Users

কেমন আছেন সবাই ? আশা করি ভালো . আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি Tricks যা আপনাদের Youtubing এ আরো Help করবে . এটা মূলত মোবাইল ব্যবহারকারীদের জন্য . আমরা যারা মোবাইল দিয়ে Youtube এ কাজ করি , তাদের একটি প্রধান সমস্যা Thumbnail . বিশেষ করে যখন Thumbnail বানানোর জন্য আমরা Screenshot নিই , তখন Screenshot এর সাইজ 854-445 , 900-600 ইত্যাদি মাপথর হয় . যা Thumbnail এর আদর্শ মাপ না . আদর্শ মাপ হল 1280 * 720 px . তো আজকে আমি দেখাব কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে , আপনারা Thumbnail সাইজ আদর্শ (1280-720) করবেন . তো চলুন শুরু করা যাক .

প্রথমে Photo Editor সফটওয়্যারটি লাগবে . যাদের আছে তাদের ডাউনলোড করার দরকার নেই . যাদের নেই তারা Download করে নিন .

Photo Editor Play Store Link


Download করুন এখান থেকে

কিভাবে করবেন?


1. এপে ঢোকার পর এরকম দেখতে পাবেন . Photos এ Click করে কাঙ্খিত Photo Select করুন .

2.নিচে এরকম Option দেখতে পাবেন .

3.ডানদিকে Scroll করুন .

4. শেষের দিকে Resize Option দেখতে পারবেন . Resize এ Click করুন .

5.এখানে Click করুন .


6.তারপর এরকম দেখতে পাবেন . এটা Unmark করুন .

7.1280 -720 দিয়ে Ok তে Click করুন , এইভাবে .


8.তারপর এখানে Click করুন .

9.তারপর Downliad Icon এ Click করুন .

10.তারপর Gallery তে Save করুন .

বাস হয়ে গেল . এভাবে আপনি সকল প্রকার Screenshot কে Youtube এর উপযুক্ত করে নিতে পারবেন .
আশা করি ভালো লেগেছে . না লাগলে জানাবেন .
TrickBD এর সাথেই থাকুন ..