Site icon Trickbd.com

মাত্র ২ মিনিটেই ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার হাইড করুন, মোবাইল & পিসি দুইটার ট্রিক একসাথে.

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবরাকাতু,

বন্দুরে আমার ও আমার ট্রিকবিডি সাইটের যুবক ভাইয়েরা রেইইই।

ও মুরুব্বি বাবাজিরা গোও ও ও?

আপনারা সবাই কেমন আছেন?

আশা করি ভাল আছেন।

আজকে আমি আপনাদের কি শিখাইব সেটাতো টাইটেল দেখেই বুইজা গেসেন,

বুজার পড়ে শিখবেন বলেই পোস্ট টা ওপেন করছেন।

তার পরেও যদি কেও কমেন্ট করেন যে পুরান ট্রিক তাহইলে আমি বলব আপনি সেই লেভেলের সত্যবাদি ,কারন এই ট্রিক্টা আপনি জানলে এই পোস্ট টা ওপেন করতেন না ,কথা বলেন ঠিক কি না ?

আজকে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার হাইড করা যায়।

আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি আমরা চাই যে আমাদের এই ক্ষুদ্র সংখক সাবস্ক্রাইবার যেন কেও দেখতে না পারে,

কারন বেশিরভাগ ক্ষেত্রেই ভিউয়ার্স রা (আমার মত সহৃদয়বান ভিউয়ার্স ছাড়া??)কম সাবস্ক্রাইবার ওয়ালা চ্যনেল এর ভিডিও দখতে চায় না,বা সাবস্ক্রাইব ও করতে চায় না(এইটা আমাদের বেশীরভাগ বাঙ্গালীর ব্যরাম) ভিডিও মোটা মোটি ভাল লেভেল এর হইলেও

কিন্তু সাবস্ক্রাইবার যদি দেখতে না অয়ায় তাহইলে তো আর বুঝতে  পারে না আপনার পপুলারিটি সো তখন সাবস্ক্রাইব কইরা ফেলে।

তো ভুমিকায় সময় নস্ট না করে চলুন চট করে বিষয় টা  শিখে ফেলি,

স্টেপ নাম্বার ওয়ান ঃ

প্রথমেই আপনি পচন্দের ব্রাউজার খানাকে মাউসের কার্জার দিয়ে ছোট একটা চুম্বন দিয়া ওপেন করুন।

(স্ক্রিনশট দরকার নাই,বাচ্চারাও পারে)

স্টেপ নাম্বার টু ঃ

এবার সরাসরি ইউটিউবে ভিজিট করুন এবং আপনার ইউটিউব চ্যানেল এ লগইন করুন,লগইন করার পরে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন,এবং স্ক্রিনশটে দেখানো যাগায় ক্লিক করুন

ক্লিক করার পরে নিচের স্ক্রিনশট এর মত আসবে।

স্টেপ নাম্বার থ্রিঃ

এবার স্ক্রিনশটে দেখানো যায়গাউ ক্লিক(creator studio) করুন

স্টেপ নাম্বার ফোর ঃ

এবার আপনার creator studio ওপেন হয়ে যাবে,এবং আপনি নিচের স্ক্রিনশটে দেখানো যায়গায় (channel) ক্লিক করুন।

স্টেপ নাম্বার ফাইভ ঃ

এবার চ্যানেল এর নিচে আরো কিছু সাব মেনু আসবে সেখান থেকে আপনি স্ক্রিনশটে দেখানো যায়গায়(advanced) ক্লিক করুন,

স্টেপ নাম্বার সিক্স ঃ

সর্ব শেষ আপনার এডভাঞ্চড পেইজ ওপেন হবে এবং সেখানে নিচের দিকে স্ক্রল করুন এবং নিছের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টস  ডিফল্ট ভাবে

ব্যস শেষ আপনার কাজ এবার আপনার চ্যানের এ কতজন সাবস্ক্রাইবার আছে সেটা আর কেও দেখতে পারবে না।

ইচ্ছা করলে পরিক্ষা করে দেখতে পারেন।

আমার চ্যানেল টিপস এন্ড ট্রিক

এবার আশা করি বিশ্বাস করতে পারছেন,

তো আশা করি সবাই বুঝতে পারছেন।যদি বুঝে থাকেন তাহইলে দৌড়াইয়া ল্গিয়া লাইক বাটনে জাপাইয়া পরেন,

পাড়লে একটা ভাল কমেন্ট করে যান।অথবা না বুঝলে আছে বিকল্প ব্যবস্তা ইচ্ছা করলে নিচ থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।

এবার আশা করি বুজার আর বাকি থাকবে না ,তাও না বুঝলে কমেন্ট করেন রিপ্লেতে আলোচনা হব্বে।
এত কস্ট করে আপনাদের জন্য পোস্ট টা লিখলাম সো ছোট ভাই ভেবে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে পারেন,আর নিত্য নতুন টিউটোরিয়াল তো থাকছেই।

আমার চ্যানেল লিঙ্ক ঃ টিপস এন্ড ট্রিক চ্যানেল

সবাইভাল থাকবেন সুস্থ থাকবেন পরবর্তি পোস্ট পড়ার আমন্ত্রন জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল।

আল্লাহ হাফেজ

আসসালামু আলাইকুম

Exit mobile version