কেমন আছেন সবাই।
আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন।
১. আমি প্রায় ২বছর ট্রিকবিডিতে আছি।
অনেকবার ট্রেইনার পদের জন্য আবেদন করি কিন্তু পাচ্ছিলাম না।
কিন্তু কিছুদিন আগে এই পদটি পাই। আলহামদুল্লিলাহ।
২. প্রায় ১.৭বছর যাবত Youtubing করছি।
শর্ত সাপেক্ষ অনুযায়ী ৪০০০ঘন্টা, ১০০০সাব পেয়ে যাবার তিনদিন পর অর্থাৎ গতকাল ১তারিখে মনিটাইজ পাই। আলহামদুলিল্লাহ।
৩. বর্তমান Youtube Channel তৈরী করার আগে আমার নিজের নামে আরেকটি চ্যানেল ছিলো। ওটাই ছিলো সর্বপ্রথম চ্যানেল।
যেহেতু তখন আমি একেবারে নতুন ছিলাম তাই অনেক কিছু অজানা ছিলো যেমন কি করলে আমার চ্যানেল সাস্পেন্ড হতে পারে, বা কি করা উচিত বা কি করা অনুচিত ইত্যাদি।
তো, এই চ্যানেলটা ২বছর আগেই সাস্পেন্ড হয়ে যায়।
ফলাফলে আজ সকালে দেখলাম যে তারা সাস্পেন্ড থেকে মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ।
তারপর দেখলাম যে অসংখ্য কপিরাইট ভিডিও আমি আপ্লোড করেছিলাম (তখন তো আমি নতুন বিধায় এসব বিষয়ে জানতাম না).
কিন্তু মজার বিষয় হচ্ছে, তারা ইমেলে বলেছে যে, আপনার চ্যানেলে এমন কোন ভিডিও পাওয়া যায়নি যা আমাদের রুলস এর নিয়ম ভংগ করে।
চ্যানেল ব্যাক পেয়ে কপিরাইট ভিডিও ডিলিট করতে ভুলিনি।
আপনাদের রেস্পন্সের উপর নির্ভর করছে এই বিষয়ে পোস্ট দেয়া বা না দেয়া।
এতোসব বলার কারন কি??
উত্তরঃ আপনাকে ধারনা দেয়া যে, ইউটিউব এখন ব্যপক কঠোর তাই কপিরাইট হতে সাবধান। কারন কখন যে আপনি বিপদে পরে যাবেন আল্লাহ মালুম।তো দেখা হচ্ছে পরবর্তি পর্বে।
ভালো থাকুন।