Site icon Trickbd.com

ট্রেন্ডিং ট্রপিকের উপর ভিডিও তৈরী করে ইউটিউবের সাবস্ক্রাইবার ও ভিউ বাড়ান।।আর একজন সফল ইউটিউবার হন।

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর নামে শুরু করিলাম।।



কিভাবে একজন সফল ইউটিউবার হবেন?

কিভাবে একজন সফল ইউটিউবারের মত ট্রেন্ডিং ট্রপিক নিয়ে ভিডিও তৈরি করবেন।।আজকের পোস্ট টি আমার মত ছোট ছোট ইউটিউবারদের জন্য।আমরা সবাই হয়তো এরমধ্যে জানি যে ট্রেন্ডিং ট্রপিক কি?ট্রেন্ডিং ট্রপিক মূলত সময়ে পরিস্তিতে যে আলোচনা হয় আর এই বিষয় বেশি প্রধান্য পায় তাই হলে ট্রেন্ডিং ট্রপিক। আমরা অনেকে ইউটিউবার আছি ট্রেন্ডিং ট্রপিক নিয়ে কাজ করি। আর ট্রেন্ডিং ট্রপিকে প্রচুর ভিউ থাকে। আর তাড়াতারি ইউটিউব চ্যানেল প্রোফলার হয়।আমরা অনেক ইউটিউবার আছি ট্রেন্ডিং ট্রপিক খুজে বের করতে পারি না। ট্রেন্ডিং ট্রপিকের উপর ভিডিও দিতে পারি না। তাই আমাদের চ্যানেল ডাউন হয়ে থাকে। তাই আজ আমি দেখাবো কিভাবে এই ট্রেন্ডিং ট্রপিক খুজে বের করবেন। এই ট্রেন্ডিং ট্রপিকের উপর ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল কে তাড়াতাড়ি রেংক করাবেন। সবাই পোস্ট টি মনযোগ দিয়ে পরবেন তাহলে সব বুঝতে পারবেন।।

তাহলে শুরু করা যাক



প্রথমে গুগলে চার্জ দিতে হবে Google Trands তারপর দেখুন

তারপর ত্রীডটে ক্লিক দিন

তারপর Trending searches ক্লিক দিন

তারপর ব্রাউজার ত্রীডটে ক্লিক দিন

এখান থেকে ডেক্টপ করে দিন

স্ক্রীনসট দেখুন

এখান থেকে আপনার কেডাগরি সিলেক্ট করে দিন।

ব্যস কাজ শেষ দেখুন ট্রেন্ডিং ট্রপিক রয়েছে সেখান থেকে আপনার প্রছন্দ মত ভিডিও তৈরী করুন।
আর না বুঝলে এখান থেকে ভিডিও টি দেখতে পারেন….ভিডিও লিংক
My Site Link…….alimuddin2fun.info

ধন্যবাদ বন্ধুরা পোস্ট টি পড়ার জন্য।