Site icon Trickbd.com

যেকোন ভিডিওর মধ্যকার অডিওর “নয়েজ” বা গোলমেলে শব্দ মুছে ফেলুন।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল?
আমার নতুন পোস্ট এটাতে থাকছে যে কিভাবে আপনারা
আপনাদের যেকোন ভিডিওর মধ্যকার অডিওর “নয়েজ” বা গোলমেলে শব্দ মুছে ফেলবেন।
নয়েজ হল এমন শব্দ যা সাবজেক্ট ভিন্ন অন্য কোন শব্দ যা আপনি রেকর্ড করতে চাননি,তারপরেও সেটা রেকর্ড হয়ে গেল। যেমন গাড়ির শব্দ, পশু পাখির শব্দ, মেশিনের শব্দ ইত্যাদি। এগুলো থেকে ক্লিয়ার ভয়েস রেকর্ড করার জন্য অনেক মাইক্রোফোন তৈরী করা হয়েছে। যাদের আছে তাদের তো হলই, আর যাদের নাই তারা কি করবে? তাই আমি আপনাদের জন্য এই পোস্ট টা লিখলাম।
আশা করি সবার ভাল লাগবে।

যা যা লাগবে

  • অবস্যই একটি এন্ড্রয়েড ফোন
  • Mp3 video converter Apk
  • Lexis Audio Editor Apk
  • Kinemaster Apk
  • আপনারা উপরের ডাওনলোডিং ফোটোতে ক্লিক করে অ্যাপ গুলি নামাতে পারেন। অ্যাপ গুলো ইন্সটল করে নিন।

    এখান থেকে কাজ শুরু

    প্রথমে আপনাদের mp3 video converter অ্যাপ টা থেকে আপনাদের ভিডিওকে অডিও তে কনভার্ট করতে হবে।
    তাই অ্যাপ টা ওপেন করুন।

    তারপর আপনাদের ভিডিওটি সিলেক্ট করুন।

    এখন mp3 সিলেক্ট করে কনভার্ট করুন।

    তারপর নিচের মত কম্পলিট হবে।


    তারপর অডিও সেভ হলে আপনারা lexis audio editor অ্যাপ টা ওপেন করুন।

    তারপর ওপেন এ ক্লিক করেন

    তারপর কনভার্ট করা অডিওটা সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন।

    তারপর মেনু তে ক্লিক করুন।

    এখন Effects এ ক্লিক করুন

    এবার noise reduction

    তারপর নিচের মত সেটিংং করে এপ্লাই দিন


    তারপর শুনে দেখুন বেকগ্রাউন্ডের গোলমেলে সাউন্ড গুলো কমে গেছে।
    এখন আপনারা সেভ এ ক্লিক করুন

    এখন আবার সেভ

    এখন আমাদের এই অডিও টা ভিডিওতে এড করতে হবে তাই আমাদের কাইনমাস্টার অ্যাপ ওপেন করতে হবে।

    তারপর (+) বাটনে ক্লিক করেন

    তারপর Empty project

    তারপর মিডিয়াতে ক্লিক করে ভিডিও টা এড করুন।

    তারপর অডিও তে ক্লিক করুন।

    এখন সেই এডিটেড ওডিওটা সিলেক্ট করুন।


    এখন আপনারা ভিডিওর যেই সাউণ্ড আছে সেটা অফ করে নিন।
    তারপর শেয়ার বাটনে ক্লিক করুন

    তারপর save to gallery

    তারপর যেকোন একটা রেজুলেশন সিলেক্ট করে সেভ করে নিন।

    তো আজ এই পর্যন্তই।
    ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন।

    আমাদের চ্যানেলঃ TipTop BD

    আমাদের ফেসবুক পেইজ

    ধন্যবাদ।।।।