Site icon Trickbd.com

যেকোনো কন্ঠস্বরকে মেয়েদের কন্ঠস্বরে পরিনত করুন খুব সহজেই, ছোট একটি এ্যাপ দিয়ে।

Unnamed

আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন ।
আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।
যারা ইউটিউবার আছেন তাদের জন্য এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট ।
আমার একটা কাজে মেয়েদের ভয়েসের খুব দরকার ছিলো, তাই খুজতে শুরু করলাম।
পরবর্তীতে নিশান আহমেদ নিয়ন ভাইয়ের গ্রুপে এ্যামন একটা এ্যাপের জন্য কাজ সাবমিট করলাম।
সেখান থেকেও ভালো এ্যাপ পেলাম না।
যাইহোক পরে নিজেই সার্চ ইন্জিনে খুজতে খুজতে এই এ্যাপটি পেলাম, এবং অনেক ভালো ও লাগলো।

আপনাদের অনেক সময় মেয়েদের কণ্ঠস্বরের প্রয়োজন হয়, বিভিন্ন চরিত্রে মেয়েদের কন্ঠের প্রয়োজন হয় ।
তো চলুন শুরু করা যাক।
স্ক্রীনশট গুলো ভালোভাবে লক্ষ করুন।

১মে এ্যাপ ইনস্টল করে ওপেন করুন।

এরপর আপনি চিত্রে দেখানো অংশে টাচ করুন।।

এবার আবার টাচ করে স্টপ করুন

এবার আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন।

আমার সবচেয়ে এখানে ষোলো, আর একুশ বছরের কন্ঠটা ভালো লাগে।

এরপর আপনি থ্রিডট মেনুতে ক্লিক করে সেভ করে রাখতে পারেন মেমোরিকার্ডে।

এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
Exit mobile version