ইউটিউবার ভাইদের জন্য নিয়ে এলাম বেস্ট একটা স্কিন রেকর্ডার এ্যাপ, আশা করি সবাই উপকৃত হবেন।
প্রথমেই বলে নেই এ্যাপটির নাম এডিভি স্কিনরেকর্ডার।
এ জেট, মুবিজেন, ডিউ এসবের থেকে বেস্ট এ্যাপ এটা।
কেন এটা আপনার কাছে বেস্ট মনে হয়??
ভাই এই এ্যাপটির কয়েকটি ফিচার আমার ভালো লেগেছে।
(১) আপনি এই এ্যাপটি দিয়ে রেকর্ড করলে ভিডিও কোয়ালিটি ভালো থাকে, আর মেগাবাইট অনেক কম হয়।
(২) এ্যাপটি সকল ফোনে সাপোর্ট করে এবং ইজিলি চলে।
(৩) অন্যান্য এ্যাপ চালু করে ভারি কাজগুলি করার সময় রেকর্ড বন্ধ হয়ে যায়, আর এই এ্যাপটিতে বন্ধ হয় না।
(৩) এই এ্যাপটি ফ্রি কোনো প্রো না তবুও এটিতে ভিডিও করার সময় যেকোনো যায়গায় মার্ক করা যায়।
(৪) অন্যান্য এ্যাপের তুলনায় এটি সাইজে ছোট।
এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
(১) ১মে এ্যাপটি ওপেন করুন।
(২) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
(৩) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
(৪) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
(৫) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
(৬) ভিডিও তে মার্ক করার জন্য চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
(৭) এবার ইচ্ছে মতো মার্ক করুন।
(৮) বন্ধ করতে ভিডিও সেভ করতে চাইলে,,
চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com