Site icon Trickbd.com

[New Setting]এবার আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইব হাইড করে রাখুন [বিস্তারিত পোষ্টে]

Unnamed

আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা অনেক অজানা ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে ও শিখতে পারি।তাইতো আজ আপনাদের মাঝে দারুন একটা ইউটিউব সেটিংস শেয়ার করবো।তো সেটিংসটি হলো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইব হাইড করবেন অর্থাৎ আপনি ছাড়া সেটা আর কেউ দেখতে পাবেনা।অনেক সময় লক্ষ্য করেন আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের সাবসক্রাইব থাকে আর অল্প কিছু থাকলেও সেটা সবাই দেখতে পায়।মনে করেন আপনার চ্যানেলে কোনো নতুন দর্শক আসলো তখন যদি দেখে আপনার সাবসক্রাইব কম তখন তারা আপনার ভিডিওটি দেখে চলে যাবে কিন্তু চ্যানেলটি সাবসক্রাইব করবে না।এমনকি লোকটি যদি আপনি নিজেও হয়ে থাকেন তাহলে আপনিও তার চ্যানেলটি সাবসক্রাইব করবেন না।আর এজন্য বেশি বেশি সাবসক্রাইব পেতে সাবসক্রাইব হাইড করে রাখা অত্যন্ত জরুরী ফলে আপনার চ্যানেলের সাবসক্রাইব অন্য কেউ দেখতে পাবেনা এবং আপনি নতুন নতুন সাবসক্রাইবার পাবেন।আর বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই কিভাবে সাবসক্রাইব হাইড করবেন।প্রথমেই বলে দিই আমার ক্রোম ব্রাউজার আপডেট করা আছে, আপনিও আপনার ক্রোম ব্রাউজার আপডেট করে নিন,নাহলে সেটিংসগুলোর মিল নাও পেতে পারেন।অন্য ব্রাউজার দিয়ে করা গেলেও আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করুন এবং নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।













এবার কিছুক্ষণ পর আপনার চ্যানেলে গিয়ে দেখুন সাবসক্রাইব হাইড হয়ে গিয়েছে।আশাকরি বুঝতে পেরেছেন।কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট জানান।আর পোষ্টে কোথায় ভুলত্রুটি হলে আমি ক্ষমাপ্রার্থী। সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি [[[খোদাহাফেজ]]]

Exit mobile version