Hello Friend….!!!
আবার দেখা হলো কিছুক্ষণ পর।
আর আবার আরেকটা নতুন বিষয় নিয়েও হাজির হলাম।
আপনার কম বেশি অনেকেই ইউটিউব ব্যবহার করে থাকেন তাই না?
বর্তমান ইউটিউব ও ফেসবুকের মতো অনেক বড় একটি সোশাল মিডিয়া।
কেউ ইউটিউবে আসে নানান ধরণের ভিডিও দেখার জন্য,
আর কেউ আসে নানান ধরণের ভিডিও আপলোড করে টাকা ইনকামের জন্য।
বর্তমানে অনেক মানুষ ইউটিউব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
শুধু মাত্র ভিডিও পাবলিক করে।
অনেকেরই আশা আছে যে, একটা ইউটিউব চ্যানেল হবে সেখানে সে প্রতিদিন ১টা-২টা করে ভিডিও আপলোড দিবে আর টাকা ইনকাম করবে।
তবে সবার আশা পূর্ণ হয়না।
কারণঃ
ইউটিউবে ইনকামের জন্য এডসেন্স নিতে হয়।
আর এডসেন্স নিতে হলে প্রয়োজন পরে হাজার হাজার সাবস্ক্রাইবের।
আর এখন বর্তমান যুগের মানুষ সাবস্ক্রাইব করে না।
বরং ভালো ভিডিও হলে দেখে চলে যায়।
তাই আমরা আর এখন সাবস্ক্রাইবের জন্য মানুষের অপেক্ষায় থাকবো না।
তাই আমি আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ১০০% ফ্রীতে দিনে কিভাবে ১০০০ সাবস্ক্রাইব নিবেন সেই বিষয়ের পোস্ট।
আবার দেখা হলো কিছুক্ষণ পর।
আর আবার আরেকটা নতুন বিষয় নিয়েও হাজির হলাম।
আপনার কম বেশি অনেকেই ইউটিউব ব্যবহার করে থাকেন তাই না?
বর্তমান ইউটিউব ও ফেসবুকের মতো অনেক বড় একটি সোশাল মিডিয়া।
কেউ ইউটিউবে আসে নানান ধরণের ভিডিও দেখার জন্য,
আর কেউ আসে নানান ধরণের ভিডিও আপলোড করে টাকা ইনকামের জন্য।
বর্তমানে অনেক মানুষ ইউটিউব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
শুধু মাত্র ভিডিও পাবলিক করে।
অনেকেরই আশা আছে যে, একটা ইউটিউব চ্যানেল হবে সেখানে সে প্রতিদিন ১টা-২টা করে ভিডিও আপলোড দিবে আর টাকা ইনকাম করবে।
তবে সবার আশা পূর্ণ হয়না।
কারণঃ
ইউটিউবে ইনকামের জন্য এডসেন্স নিতে হয়।
আর এডসেন্স নিতে হলে প্রয়োজন পরে হাজার হাজার সাবস্ক্রাইবের।
আর এখন বর্তমান যুগের মানুষ সাবস্ক্রাইব করে না।
বরং ভালো ভিডিও হলে দেখে চলে যায়।
তাই আমরা আর এখন সাবস্ক্রাইবের জন্য মানুষের অপেক্ষায় থাকবো না।
তাই আমি আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ১০০% ফ্রীতে দিনে কিভাবে ১০০০ সাবস্ক্রাইব নিবেন সেই বিষয়ের পোস্ট।
আসুন আর কথা নয় কাজে চলে আসি।।।
সবার প্রথম নিচের লিংকে যান।
TraffUp
একটা একাউন্ট তৈরী করে নিন আশা করি পারবেন?
একাউন্ট করারপর পোস্টা দেখুন না হলে ভুল হলে সম্যাস্যা হতে পারে।
একাউন্ট খোলার পর…
এবারঃ
উপরের মতো একটা পেজ আসবে Login এ ক্লিক করুন।
এবার
১মঃ আপনার মেইল
২য়ঃ আপনার পাসওয়ার্ড
৩য়ঃ ক্যাপচা কোডটা
সব কিছু দিয়ে LogIn এ ক্লিক করুন।
লগ ইন হয়ে গেলে দেখানো Youtube Icon এ ক্লিক করুন।
এবার উপরের মতো করে
১ম ঘরেঃ আপনার ইউটিউব চ্যানেল লিংক
২য় ঘরেঃ আপনার ইচ্ছা মতো পোয়েন্ট দিন।
এবার Proceed এ ক্লিক করুন।
আপনার চ্যানেলটি চলে আসবে।
সঠিক হলে মানে এটাতেই নিতে চাইলে Add Account এ ক্লিক করুন।
আপনি চাইলে ভিডিও ভিউ ও বাড়াতে পারেন।
আমরা যেহেতু ভিউ বাড়াবো না সেহেতু Skib this step এ ক্লিক করব।
এবার আপনাকে সাবস্ক্রাইব নিতে হলে অন্যের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পোয়েন্ট নিতে হবে।
তারপর সেই পোয়েন্ট দিয়ে সাবস্ক্রাইব নিতে পারবেন ।
এবার দেখানে অনুযায়ী Subscribe এ ক্লিক দিন।
এবার এই রকম চ্যানেলে সাবস্ক্রাইব করে Back চলে আসুন।
দেখুন আপনি ৫০ পোয়েন্ট পেয়েছেন।
এটির জন্য আপনার চ্যানেলে একটা সাবস্ক্রাইব যাবে।
আপনার চ্যানেল ডিটেইলস দেখতে Edit Details এ ক্লিক করুন।
দেখুন সব ঠিক মতো চলছে।
এবার কিছুক্ষণ পর একে একে আপনিও অন্যাের চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন।
আর আপনার চ্যানেলেও সাবস্ক্রাইব যাবে।
তাহলে Friend’s কেমন লাগলো আজকের Tunes টি অবশ্যয় কমেন্টে যানাবেন।
আর কোনো সমস্যা হলেও জানিয়ে দিবেন।
★★★TwiceBD.Com★★★
আমাদের সাইটে মাত্র একটি মান সম্মত পোস্ট করে ট্রেইনার রিকুয়েষ্ট করলেই ট্রেইনার হয়ে যাবেন।
আমাদের সাইটে একটি পোস্ট করলে আপনাকে ৫৳ অটো দেওয়া হবে।
পরে পোস্টের উপর নির্ভর করে টাকা প্রদান করা হবে।
আমাদের সাইট লিংকঃ
একটা ভিউও আসবেনা এগুলা দিয়ে