আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আপনারা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারেন।তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এবং সাথে সাথে লগো তৈরি ও সেট করবেন।
অনেকে অনেক ধরনের খারাপ কমেন্ট করবেন বলবেন আদিম যুগের পোষ্ট শেয়ার করতে এসেছেন এটা কে না জানে।
তবে যারা এমনটা বলবেন তাদেরকে বলবো যারা জানেনা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তাদের জিঙ্গেস করুন উত্তরটা তারাই দিবে।
তো আমার পোষ্টটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউব শুরু করবেন ভাবছেন।
আজকে থাকছে ইউটিউবে চ্যানেল সম্পর্কে প্রথম পর্ব তাই আপনাদের সাপোর্ট পেলে আমি যেটুকু জানি কয়েকটা পর্বের মাধ্যমে সেগুলো জানিয়ে দিবো।
ইউটিউব চ্যানেল খোলার আগে ভেবে দেখুন আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন,একটা নির্দিষ্ট ক্যাটাগরী আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে।
যেমনঃ১)আপনি যদি চান ফানি চ্যানেল খুলতে তাহলে ফানি ভিডিও তৈরি করা জানা লাগবে।
২)আমার মতো আপনি যদি টেকনোলজির বিষয়ে ভিডিও তৈরি করতে জানেন তবে আমার চ্যানেলের মতো নাম দিবেন BD TRICK SH
আশাকরি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন।
★★★নতুনদের প্রশ্ন ইউটিউব খুলতে কি কি লাগে..??
উত্তরঃআপনার যদি একটা জিমেইল একাউন্ট থেকে থাকে তাহলেই খুলতে পারবেন।
এবার আসি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং চ্যানেল নাম দিবেন সাথে সাথে লগো তৈরি ও সেট করবেন।
চ্যানেল নামটা আনকমন দিবেন যাতে সার্চ করলে সহজেই পাওয়া যায়।
এবার নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।
তো এভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
এবার নিচের ভিডিও দুইটা দেখুন কিভাবে চ্যানেল লগো তৈরি করবেন ও সেট করবেন
কিভাবে ইউটিউব চ্যানেল লগো তৈরি করবেন দেখুন
কিভাবে ইউটিউব চ্যানেল লগো সেট করবেন দেখুন
আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।তো পরবর্তী পোষ্টগুলো ইউটিউবের যাবতীয় বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করবো।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।
তাই একটি ভালো কমেন্ট করুন। আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH ঘুরে আসার দাওয়াত রইলো,চ্যানেলটিতে যেতেএখানে ক্লিক করুন
★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga
★★★Toptrick24 সাইটে প্রতি পোষ্টে ১০ টাকা দেওয়া হয় এবং ১ টি কপি মুক্ত পোষ্ট করে ট্রেইনার হওয়ার সুযোগ,সাইট লিংকঃToptrick24
আর যেকোনো প্রয়োজনে ফেসবুক আমিMdshakilhasan
কোনো সাহায্যের দরকার হলে ইমুতে শুধুমাত্র মেসেজ দিবেনঃ০১৭০৭৭৪২৭২৪
আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
{{{খোদাহাফেজ}}}
11 thoughts on "কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং চ্যানেল লেগো তৈরি ও সেট করবেন,নতুনদের উদ্দেশ্যে (পর্ব -১)"