কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীরা যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন যে, আপনার কম্পিউটার বা ল্যাপটপের নেটওয়ার্ক মনিটর করা আর সেই সাথে আপনার প্রয়োজন অনুসারে ফায়ারওয়ালের ব্যবহারের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করা। আজ আপনাদের জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এর সাহায্যে সফটওয়্যারে থাকা প্রয়োজনীয় কাজগুলো সহজে করতে পারবেন।

সফটওয়ারের কাজ

  • ফায়ারওয়ালের মাধ্যমে যে কোন সফটওয়্যারে ব্লক করতে পারবেন।
  • ব্যবহারের সুবিধা অনুযায়ী এই অ্যাপ্লিকেশান থেকে যে কোন সফটওয়্যার বাতিল করতে পারবেন।
  • আপনার অনুমতি ছাড়া কোন সফটওয়্যার ডাটা ব্যবহার করছে কিনা, তা জানতে পারবেন।
  • আপনি প্রতিদিন কি পরিমান ডাটা ব্যবহার করছেন, তাও দেখতে পাবেন।

আপনার কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট ট্র্যাফিক সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করা উচিত।

কিভাবে ব্যবহার করবেন?

প্রথমে GlassWire Elite Pro ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ পাসওয়ার্ড 123

ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করে ফাইল ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইন্সটল করুণ।

এরপর abc ফোল্ডার থেকে ফাইল গুলো কপি করুণ।

কপি করার পর ইন্সটল করা সফটওয়্যারের শর্টকাট থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করুণ।

লোকেশনে যাওয়ার পর কপি করা ফাইলটি paste করে দিন।

ডাবল ক্লিক করে সফটওয়্যার ওপেন করুণ।

সবকিছু ঠিকমত করতে পারলে আপনার অ্যাপ্লিকেশান প্রো ভার্সনটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।

অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ  অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।

লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।

ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।

বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।

ভাল লাগলে চ্যানেলটি দেখে আসতে পারেন। Subscribe করুণ।

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

 

 

 

9 thoughts on "GlassWire Elite Pro এর সাহায্যে ইন্টারনেট ট্রাফিক/স্পীড মিটার/নেটওয়ার্ক মনিটর কম্পিউটার ফায়ারওয়ালের সব কাজ করুণ কোন ঝামেলা ছাড়াই। যা আপনার সবসময় কাজে লাগবে।"

    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      thanks
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      thanks
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      thanks
  1. Faisal Kabir Contributor says:
    7 din por eber purchase korte bolbe nato?
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      na bro bolbena
    2. Faisal Kabir Contributor says:
      Ami er aga onek gula use korci but 7 days porei elite r elite thake na,kinte bola.

Leave a Reply