আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে ইউটিউব আপডেট নিয়ে যে লাফালাফি চলছে ছোট বড় যেসকল ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নেই তাদের চ্যানেল নাকি ডিলেট হয়ে যাবে।
আসলে কি মনিটাইজেশন না হলে চ্যানেল ডিলেট হবে….?
এরকম আপনার মতো হাজারও ইউটিউবারের প্রশ্ন।
তো অনেক বড় বড় ইউটিউবার কিন্তু ভুল ব্যাখ্যা দিয়েছে যে চ্যানেল মনিটাইজ না হলে চ্যানেল ডিলেট হয়ে যাবে।
আসলে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ ইউটিউব এমনভাবে আপডেটটা দিয়েছে তাতে বোঝারই উপায় নেই আসলে কি বোঝাতে চেয়েছে।
মূলত তারা কি বলেছে এবার আমি বলছি….
যারা ইংরেজি ভালো বুঝেন তারা ইউটিউবের আপডেটটি দেখেনিনএখানে ক্লিক করুন
মূলত একটা ইউটিউব চ্যানেলকে ইউটিউব অনেক ধরনের সেবা দিয়ে থাকে,যেগুলোতে অনেক টাকা ব্যয় করতে হয় ইউটিউবকে।
তো সকলে জানেন মনিটাইজ হলে অ্যাডস থেকে ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা ইউটিউব নেই এবং কিছুটা চ্যানেল মালিককে দেয় তাছাড়া ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব কিছু সেবা দিয়ে থাকে।
তো এবার আসি যাদের চ্যানেলে মনিটাইজ নেই তাদের চ্যানেল থেকে ইউটিউবের আসলে লাভ টা কি।
মূলত এটাই প্রশ্ন…??
ফলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সকল চ্যানেলে মনিটাইজ নেই সেই সকল চ্যানেল থেকে কিছু সেবা তারা তুলে দিবে।
কিছু সেবার কথায় আসি যেগুলো মনিটাইজ নেই এমন চ্যানেলকেও ইউটিউব দিচ্ছে।
যেমনঃCard,End screen, community tab ইত্যাদি।
আসলে তারা চাইছে এরকম কিছু সেবা তারা বন্ধ করে দিবে মনিটাইজ নেই এমন চ্যানেলগুলোতে।
আর এই সেবাগুলোকে আমাদের যারা বড় বড় ইউটিউবার আছে তারা বলেছে চ্যানেলটি ডিলেট করে দিবে।
প্রকৃতপক্ষে ইউটিউব যে বড় সেবাটি দিচ্ছে সেটা হলো একটা চ্যানেল।
আসলে চ্যানেল ডিলেট হবেনা মূলত কিছু সেবা উঠিয়ে নেওয়া হবে।
যুক্তিযুক্ত একটা প্রশ্ন, যদি ইউটিউব চ্যানেলই ডিলেট করে দেওয়া হয় তবে ইউটিউব থাকবে কি নিয়ে…??
বর্তমানে লক্ষ করলে দেখবেন অধিকাংশ চ্যানেলই রয়েছে মনিটাইজেশন ছাড়া, তাহলে কি নতুন পুরাতন সব চ্যানেল ডিলেট করে দিবে ইউটিউব।
যারা ভুল ব্যাখ্যা দিয়েছেন তাদের বলবো একটু ভালো ভাবে বুঝে আবার নতুন একটা ভিডিও তৈরি করে মানুষকে সচেতন করেদিন।
আমি যতটকু বুঝেছি আপনাদের মাঝে শেয়ার করেছি, আমার মতো হয়তো অনেকেি এমন টেনশন করেছিলেন এত কষ্টের চ্যানেল ১০ তারিখের পর ডিলেট হয়ে যাবে।
তাই চিন্তামুক্ত করতে আপডেট কিছুটা বোঝানোর চেষ্টা করেছি নিজের সামর্থের মধ্যে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন অথবা ভিডিওটি দেখুন সাধ্যের মধ্যে চেষ্টা করেছি বোঝানোর জন্য
আমার আগের পোষ্ট লিংকঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে আনলিমিটেড রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ
“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন অথবা সরাসরি চ্যানেলটিতে যেতে
মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,”
★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga
আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
★প্রয়োজনে ইমুতে শুধুমাত্র মেসেজ দিবেনঃ০১৯৮৭৮২১১৬২
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি{{খোদাহাফেজ}}