Site icon Trickbd.com

এখন খুব সহজে YouTube Studio কে সরিয়ে আবার আগের মতো Mobile Dashboard নিয়ে আসুন

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা Slow, বিরক্তিকর এবং ভারী YouTube Studio কে বাদ দিয়ে আবার আগের মতো Mobile Dashboard ফিরে পাবেন। এটা আসলে কোনো Trick না, এটা করা খুবই সহজ। কিন্তু অনেকে এটা জানে না বলে তাদের জন্য Post করলাম। তাই যারা জানেন, তাদের দেখার প্রয়োজন নেই। চলুন শুরু করি।

 

কীভাবে করবেন?

প্রথমে Data Connection চালু করে Browser-এ যান এবং প্রথমেই Desktop Site চালু করুন।

 

তারপর আপনার Channel-এ যান। Login করা না থাকলে আগে করে নিবেন। এরপর ছবির মতো YouTube Studio-তে ক্লিক করুন।

 

তাহলে আপনাকে Studio Page-এ নিয়ে যাওয়া হবে। এখানের বামপাশে থাকা Option গুলোর সবার নিচেরটাতে (মানুষের দৌড়ানোর মতো Icon) ক্লিক করুন।

 

তাহলে আপনার সামনে একটা Window আসবে। এখান থেকে Skip-এ ক্লিক করুন।

 

তাহলে আপনি Mobile Dashboard-এ চলে যাবেন।

 

ধন্যবাদ। ছবি থেকে দেখতেই পাচ্ছেন যে আমার Subscriber অনেক কম। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার Channel টা Subscribe করুন-

আমার গরীব YouTube Channel

 

সবাই ভালো থাকবেন, সুস্থ হয়ে অবশ্যই TrickBD-র সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।