Site icon Trickbd.com

ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন একদম LightRoom এর মত।

Unnamed

আসসালামু আলাইকুম ভিডিও এডিটর্স।
আজকের এই পোস্টে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ভিডিও এর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন এবং আপনার ভিডিওকে করবেন আরো কালার ফুল। তো চলুন শুরু করা যাক।

(পোস্ট শুরু করার আগে বলে নেই, আমাদের ইউটিউব চ্যানলে TipTop BD ৫ হাজার সাবস্ক্রাইবারের অতি নিকটে, আপনাদের জন্যই চ্যানেল টা এত টুকু এগিয়েছে। তাই আপনাদের দোয়া কামনা করছি যেন চ্যানেল টি আরো দূর এগিয়ে যেতে পারে।)

___________________________________

মুভি, নাটক বিশেষ করে গান ও গজলের ভিডিও গুলো যদি আমরা লক্ষ করি তাহলে দেখতে পাই ভিডিও গুলো খুবই কালারফুল আর খুবই সুন্দর হয়।
প্রফেশনালি যারা ভিডিও তৈরী করে তাদের মত ভিডিও তো আর আমরা তৈরী ও এডিট করতে পারব না,
তো আমরা ভিডিও কে কিভাবে মোটামুটি তাদের মত কালারফুল করব এটাই আজকে আপনাদের দেখাব।
ভিডিও কে এডিট করার জন্য আপনাদের একটি এপ ব্যবহার করতে হবে। এটার নাম VSCO.
এটা এখান থেকে ডাউনলোড করে নিন।

Download App

এপটি ডাউনলোড করে অপেন করুন।

তারপর স্ক্রিন শট অনুযায়ী একটি ভিডিও সিলেক্ট করুন।



এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রেসেটস দেওয়া আছে এগুলো থেকেও আপনারা ভিডিওকে কালারফুল করতে পারবেন


আপনি যদি ম্যানুয়ালি ভিডিও কে কালার করতে চান তাহলে সেটিং বাটনে ক্লিক করুন।

এখানে পেয়ে যাবেন Exposure, Contrast, saturation, tone
আশা করি এগুলো আপনাদের বুঝাতে হবে না আপনারা নিজেরাই বুঝবেন।

তারপর আছে White balance এটা খুবই দরকারি। ভিডিওকে সাদা সাদা না রেখে হালকা নিল বর্ণ করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা white balance থেকে এটাই করতে পারবেন।


এছাড়াও কিছু অপশন আছে এগুলো আপনারা নিজেরাই বুঝবেন।

ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার চেইঞ্জ করার জন্য আপনাদের যেতে হবে HSL এ

এটা যাবার পর আপনারা ভিডিওতে আছে এমন একটি কালার সিলেক্ট করে নিন। যেমন আমি সবুজ নিলাম,

এখন দেখেন এই সবুজ কালার কে আমি হলুদ করতে পারব

আবার এটাকে আরো উজ্জ্বল সবুজও বানাতে পারব।

এভাবে আপনারা ভিডিওতে দেওয়া কালার চেইঞ্জ করতে পারবেন।



আপনারা অনেকেই হয়ত লাইটরুম সম্পর্কে জ্ঞাত। এটা একদম লাইটরুমের মতই।

তো বন্ধুরা আজ এই পর্যন্তই।
আশা করি পোস্টি আপনাদের ভাল লেগেছে। যদি ভাল লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন।

পোস্টে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই ভিডিও দেখতে পারেন।

আপনাদের সেবায় আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার চ্যানেলঃ TipTop BD

আমার ফেসবুক পেইজ TipTop BD

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির পাশেই থাকুন ধন্যবাদ।