নতুন একটা ইউটিউব চ্যানেলের জন্য বিগত ১২ মাসে ১ হাজার সাবস্ক্রাইব এবং ৪০০০০ ওয়াচটাইম করারটা খুবই কঠিন একটা বেপার। যদিও আমরা অনেক কষ্ট করে ১ হাজার সাবস্ক্রাইব করে ফেলি কিন্তু ওয়াচটাইমটা আর করতে পারিনা, যার ফলে মনিটাইজেশন ও নিতে পারিনা।
আবার অনেকে আছে কিছুদিন কাজ করে ভিও, সাবস্ক্রাইব না পেয়ে হালা ছেড়ে দেন। আমি একটা কথা বলি শুনুন কোনোদিন হাল ছাড়বেন না। হয়তো এখন কোন ভিও আসছে না তাতে কোন সমস্যা নেই নিয়মিত ভালো ভালো ভিডিও আপলোড করে যান একদিন না একদিন দেখবেন ভিও আসতেছে ইনশাল্লাহ।

তো বন্ধুরা আজকে আজি আপনাদের সাথে এমন একটা Apps এর পরিচয় করিয়ে দেবো যেটা থেকে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের জন্য Subscribe, View, Watchtime, Like নিতে পারেন খুব সহজে। কিছু প্রশ্নের উত্তর দেই।

১. এই এপসটা কিভাবে কাজ করে?
এখানে মূলত আপনাকে ভিডিও দেখে, কারো চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইকে দিয়ে Credit আয় করতে হবে অথবা আপনি ইচ্ছা করে Credit কিনতেও পারবেন।
তারপর এই Credit দিয়ে আপনারা Campaign এড করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও এড করে তাতে ভিও, সাবস্ক্রাইব, লাইক নিতে পারেন।
এভাবে একজনেরটা আরেকজন দেখে, লাইক করে, সাবস্ক্রাইব করে Credit করতে হয়। আর এভাবেই এটা কাজ করে।

২. এখান থেকে View, Subscribe, Like নিলে কি কোন সমস্যা হবে বা মনিটাইজেশন পাবো?
না কোন সমস্যা হবেনা। কারন এখানে সর্বনিম্ন ৪৫ সেকেন্ড থেকে শুরু করে ভিডিও এড করা লাগে। তাই কেও যখন আপনার ভিডিও ১ মিনিট বা আরো বেশি দেখবে এবং Subscribe, Like করবে তখন কিন্তু এটা Original হিসেবেই গণ্য করা হবে। কার এখান থেকে আপনি আপনার মতই অন্য কোন মানুষ যে Apps টা ব্যবহার করছেন তার থেকে View, Subscribe, Like টা পাচ্ছেন। যার ফলে আপনারা এখান থেকে Watch Time ও পাচ্ছেন, ফলে ওয়াচটাইম পূরন করতে সুবিধা হচ্ছে। তাই মনিটাইজেশন পেতে কোন সমস্যা হবে না।
আমি এই Apps এ এমনও চ্যানেল দেখেছি যাদের Subscribe ২০,৩০,৫০k+ এবং Monitization চালু তারাও এখানে ভিডিও প্রমোট করে।
তারপরও যদি সন্দেহ থাকে তাহলে আপনার পরিচওত কোন বড় ইউটিউবার এর থেকে পরামর্শ নিতে পারেন।

তো বন্ধুরা আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আপনারা নিচের লিংক থেকে এপসটা ডাউনলোড করে নিন।

  • UChanbel (Play Store Link)
  • এবার ওপেন করুন এবং আপনার যেকোন একটা Gmail Account দিয়ে লগিন করুন। Apps যেই Gmail দিয়ে লগিন করবেন সেই একই Gmail, YouTube এ লগিন থাকতে হবে।
    তো এবার আপনারা ভিডিও দেখে, Like, Subscribe করে Credit করুন।

    তারপর সর্বনিম্ন ১০০০ হাজার ক্রেডিট হলে আপনি ভিডিও এত করতে পারেন।
    নিচে দেখুন আমি কিছু Campaign করেছি।

    আশা করি বুঝতে পেরেছে। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আর Apps টাকে বেশি বেশি প্রচার করুন কারন যত বেশি ইউজার হবে ভিওয়ারও তত বেশি হবে। Play Store Download 500K+ হয়েছে।

    ভালো লাগলে আমার Gaming চ্যানেলটা সবাই সাবসক্রাইব করবেন। ১ মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করবেন প্লিজ।

  • আমার চ্যানেল
  • 12 thoughts on "ফ্রিতে আপনার YouTube Channel এ হাজার হাজার View, Subscribe, Like এবং Watch Time নিয়ে নিন [১০০% Working]"

    1. reaz101 Contributor says:
      মনিটাইজেশন পাবোতো??????
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        thanks
    2. post man Subscriber says:
      MyGp এপ্স থেকে যারা ৫০০ পয়েন্ট নিয়েছিলেন।আবার ৫০০ পয়েন্ট দিচ্ছে। সময় শিমিত এখনি নিচের ছবিতে ক্লিক করে ডাউনলোড করুন। ৪০০ SMS অথবা MB নিন।

      নিচের ছবিতে ক্লিক করুন।

      https://mygp.li/UZpsP

    3. Sadikur R. Mejan Sadikur Rahman Author says:
      Thanks For Share!
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        welcome
    4. Avatar photo Rxs Abubokor Contributor says:
      গুড পোস্ট ভাল্লুক ব্রো
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        ?
      1. Avatar photo Bear Grylls Author Post Creator says:
        thank yo
    5. Zisan Islam Contributor says:
      ইদানিং দেখছি ট্রিকবিডির কিছু অথর গাঁজাখুরি কয়েকটা ইউটিউবারের মতো পোস্টের টাইটেলে বাংলাদেশটা বিক্রি কইরা ফেলে।এই সাবস্ক্রাইব গুলা ফ্রি নাকি সাবস্ক্রাইব এক্সচেঞ্জ। আমার মতে এগুলা এক্সচেঞ্জ। পোস্ট ভালো হয়েছি কিন্তু টাইটেলে ঢেলে দিসেন।

    Leave a Reply