আসসালামু আলাইকুম ।
আশাকরি ট্রিকবিডির সকল লেখক ভিজিটর সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন।
দীর্ঘ এক বছর এর বেশি সময় ধরে লেখালেখি করি না।
ইউটিউব এটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটা এপ্স। এটি ছাড়া আমাদের আর ভিডিও দেখা হয় না।
একটা গানও যদি শুনতে চাই তাহলে যেতে হয় ইউটিউব এর কাছে, কিন্তু ইউটিউবে এত পরিমান এড আমাদের দেখতে হয় একটা ভিডিও দেখতে, যা সকল ইউজার এর ক্ষেত্রে বিরক্তির কারণ, এমনও হয় যে একটি ভিডিও শুরু করার মূহুর্তে ২-৩ টা এড আমাদের দেখতে হয়, এই বিরক্তি থেকে বাচতে হলে আমাদের প্রিমিয়াম ব্যবহার করা দরকার। কিন্তু ইউটিউব প্রিমিয়াম টা আমাদের ক্ষেত্রে অনেকটাই ব্যয়বহুল।
বেশি কথা বাড়িয়ে আমি Youtube Vanced দিয়ে দেখিয়ে দিবো কিভাবে YouTube premium এর সুবিধা গ্রহণ করতে পারেন,
YouTube Vanced নিয়ে এর আগেও পোস্ট করা আছে কিন্তু বর্তমানে তারা আরো বেশি সুবিধা এবং Official Premium এর চেয়ে কোনো অংশে কম না,
১. প্রথমে আপনাকে YouTube Vanced ওয়েবসাইট থেকে এপ্সটি ডাউনলোড করে নিবেন।
Download link
১. এপ্স ডাউনলোড করে ইনস্টল করুন ।
Note : Xiaomi ইউজারা অবশ্যই ইনস্টল করার পর আপনার Developer অপশনে গিয়ে Turn on optimization অফ করে দিবেন।
২. এপ্স অপেন করে প্রথমে MicroG টা প্রথমে ডাউনলোড করবেন।
আমার ইনস্টল করা ছিলো তার জন্য Reinstall দেখাচ্ছে
৩. MicroG ডাউনলোড হওয়ার পর YouTube Vanced ডাউনলোড করে দিবেন, তারপর সাথে সাথে ইন্সটল করে দিবেন।
চাইলে আপনি YouTube Music ব্যবহার করতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে YouTube music বন্ধ। ভিপিএন ব্যবহার করে শুনতে পারেন।
৪. ইন্সটল করার পর গুগল একাউন্ট টি বসিয়ে নিন।
উপভোগ করে থাকুক সম্পুর্ন প্রিমিয়াম ইউটিউবের মজা
কিছু স্কিনসুট দেখে নিন
ইউটিউব আপডেট দিতে হলে আপনি Vanced manager থেকে আপডেট করে দিবেন
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
ট্রিকবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Contract on Facebook