আসসালামু আলাইকুম,
এডসেন্স ডিজেবল হওয়া ইউটিউব চ্যানেলে নতুন এডসেন্স এড করা সম্ভব নয়। তাই পোস্টটি স্কিপ করুন। আমি আন্তরিক ভাবে দুঃখিত
কিছু দিন আগে আমার ইউটিউব চ্যানেল নিয়ে বলেছিলাম যে ২-৩ বছর আগে ইউটিউব এর এডসেন্স এডমুবে এড করি এবং ইনবেলিড ক্লিকের জন্য এডসেন্স ডিজেবল হয়ে যায়। তারপর থেকে মনিটাইজেশন এর অপশনটি ডিজেবল থাকে এবং লেখা আসে you are not eligible for monetization. অনেক ভাবে চেস্টা করেও কিছু করতে পারিনি। কিন্তু ভেবে ছিলাম ইউটিউব হয়তো তাদের নতুন আপডেটে আগের এমন সব চ্যানেলে আবারো নতুন করে এডসেন্স পাওয়ার সুযোগ করে দিয়েছে।
Adsens ডিজেবল হওয়ার পরে যেমন দেখাতো
এখন যেমন দেখায়
তাই আগের যাদের ইউটিউব চ্যানেল আছে সবাই চেক করুন আসা করি সবার এমন চ্যানেল গুলো আবার নতুন করে ফিরে পাবেন। তবে তারপরেও যদি মনিটাইজেশন পেজে যদি you are not eligible for monetization লেখা আসে তাহলে কান্ট্রি ইন্ডিয়া করে দিয়ে পেজটি রিফ্রেস করুন ১০০% হয়ে যাবে।
তারপরেও যদি কারো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক হবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ব্যাক দিব আমার চ্যানেল
ফেসবুকে আমি –
Facebook
কিছু কথাঃ
মনিটাইজেশন পাওয়ার পর যা করবেন
১. ইউটিউব এর এডসেন্স অন্য কিছুতে এড করবেন না।
২. চ্যানেলে প্রতিদিন ১০-১৫ হাজার ভিউ না আসা পর্যন্ত বন্ধু বা পরিচিত কাওকে চ্যানেল লিংক বা নাম বলবেন না।
৩. নিয়মিত ভিডিও আপলোড করবেন কারন প্রতিটা ভিডিও ভাইরাল হয়না একটা ভিডিও ভাইরাল হলেই বাকি সব হয়ে যাবে অটো
৪. আমি নিজেই ক্যামেরার সামনে আসিনাই তবে সবাই চেস্টা করবেন ক্যামেরার সামনে এসে কথা বলার তাহলে সবাই গুরুত্ব দিবে বেশি।
কারণ কথা ছাড়া বারবার Text দিয়ে বুঝানোটা মুশকিল হয়ে যায়। নিজের জড়তা + অন্যান্য issue থেকেই যায়
I am Still Confused Sir?
Thanks For The post
অন্তত নিজের ভয়েস তো দিতে হবেই
কারণ আমারও এরকম হয়েছিল,
পরে ভাবলাম ফেরত এসেছে,
কিন্তু পরে দেখি ফেরত আসেনি
আপনার টার্গেট ফুল হোক পরে বুঝতে পারবেন