অবসর সময় পেলেই ইউটিউব নিয়ে বসে যায়। এমন মানুষের কিন্তু অভাব নাই।
দুনিয়ার সব মানুষ তো আর সমান না। আমার মতো নির্ভোধ ও কিছু আছে যারা সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। কথায় কথা বাড়ে, তাই এদিকে আর গেলাম না।
আলোচনার বিষয়: ৫টি YouTube Ranking ফ্যাক্টর।
পাগলের মতো শুধু ভিডিও তৈরি করলে হবে না। কিভাবে ভিডিও কে সকলের সামনে হাজির করা যায়, তা মুখ্য বিষয়।
আমাদের দেশের নতুন যারা আছেন, তাদের প্রায় সকলেই শুরুতে হোছট খেয়ে যায় : কিন্তু কেন?
আরে ভাই, বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। তাই এই হোচট খাওয়াতে ও কিছু ভুল করে থাকে।
এখন, আপনার প্রশ্ন; আপনি কি তাহলে একেবারে ধোয়া তুলসি পাতা নাকি?
আমি; একেবারে সহজে বুজাতে গেলে, আমি এই প্রশ্নের উত্তর দিব এভাবে,” এক সময় আমি ও YouTube এ জ্ঞানশুন্য ছিলাম। তবে, এখন টেক রিলেটেড ভিডিও তৈরী করে, এরকম কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় থাকায় এখন আগের তুলনায় ভালো ই জানি”।
যা জানি তাই, আজকের আর্টিকেলের বিষয়;
channel keyword
মসজিদের পাশের পুকুরে একবার গোসল করতে গিয়েছিলাম। ইউছুফ নামে এক বড় ভাই আমাকে বলে,
কিরে, সাগর। YouTube channel create করলাম। কিন্তু, subscribers, পাই না কেন?
আমি তখন, channel name লিখে সার্চ করলাম।
কিন্তু, কি আশ্চর্য !
চ্যানেল তো খুজেই পাইনা।
পরে, বিকেলে গিয়ে দেখি, গাধার মতো ভিডিও কতগুলো আছে। কিন্তু, channel এর সেটিংস টাই ঠিক নাই।
এতক্ষন যা বললাম, তা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। sorry, আপনার নয়। আপনার চ্যানেল এর ক্ষেত্রে। ???
তাছাড়া বর্তমানে প্রায় সবগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়। যতগুলো অগোছালো চ্যানেল আছে দেখবেন, একটাও ভালো রেংক করে না। সকলের দরজায় আপনার চ্যানেল কে পৌছাতে সাহায্য করবে এই চ্যানেল keyword. এটি মনের মতো করে সেট করুন আপনার চ্যানেলের সাথে সাদৃশ্য রেখে।
এটি সেট করতে পারবেন সেটিংস থেকে চ্যানেল descriptions এ গিয়ে।
ভালো মানের কিওয়ার্ড কোথায় পাবেন তা জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
বতর্মান এ ততগুলো জনপ্রিয় চ্যানেল আছে কোন চ্যানেলে কিন্তু তাদের নামের জন্য জনপ্রিয়তা লাভ করে নাই বরং তাদের কন্টেন্টের জন্য আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে।
মনে করুন, কেউ কোন একটা বিষয় ইউটিউবে সার্চ করলো যা সম্পর্কে আপনার চ্যানেল এ আগে থেকেই ভিডিও আছে। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে সার্চ রেজাল্টে আপনার তৈরি করা ভিডিও শো করল না।
তখন, আপনার কাছে কেমন লাগবে তা খুব সহজে অনুধাবন যোগ্য।
আর এরকম টা ঘটার কারন হলো, ভিডিও keyword না থাকা। তাই প্রত্যাকটি ভিডিও তে ভালো মানের কি ওয়ার্ড ব্যবহার করবেন।
?কোথায় কোথায় ব্যবহার করবেন কিওয়ার্ড ?
➡ video descriptions
➡video title
➡ video content
➡ video tag
Video Title
কখনো চুরি করবেন না বুঝছেন? ভিডিও টাইটেল দিবেন-একটি থামনেল দিবেন আর একটি ভিডিওর ভিতর রাখবেন অন্য একটি এমনটা কখনো করার চেষ্টা করবেন না।
ভিডিও সাথে সবসময় টাইটেলের মিল রাখার চেষ্টা করবেন।
ভিডিও টাইটেল 5 শব্দের অধিক হওয়া ঠিক না। কারণ ইউটিউবে তো আর ডিসক্রিপশন আকারে কিছু সার্চ করে না। তবে হলেও বেশ একটা অসুবিধা নাই।
Video descriptions
টাইটেল এর মত ভিডিও ডিস্ক্রিপশন অনেক কাজে দেয়। কিন্তু আমাদের দেশের নব ইউটিউবার যারা আছে তারা এসকল ব্যাপারে অজ্ঞ এখনো।
?টিপস?
➡ ভিডিও ডিসক্রিপশন এ কিছু উপযুক্ত কিবোর্ড ব্যবহার করেন
➡ descriptions আড়াইশো শব্দের বেশি না হওয়াই উত্তম.
➡ চেষ্টা করুন প্রথম 25 শব্দের ভিতর কিওয়ার্ডগুলো রাখতে. এতে সার্চ ইঞ্জিন আপনার ভিডিওকে গুরুত্ব দেবে অধিকমাত্রায়।
➡ ভিডিওতে কিছু লিংক রাখুন।যেমন আপনার অন্য কোন ভিডিও এর লিঙ্ক। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও দিতে পারেন।
video tag
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি. ভিডিওর tag এর উপরে ডিপেন্ড করে কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ভিডিওগুলো কে অন্যদের হোমপেজে শো করাবে। চেষ্টা করবেন উন্নত মানের ট্যাগ গুলো ভিডিওতে যুক্ত রাখার। মনে রাখবেন আপনার প্রথম দিককার সফলতা কিন্তু আপনার ভিডিও ট্যাগের উপরে নির্ভর করে।
আরো কিছু টিপস
➡ হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করুন।
➡ মনে রাখবেন, এই যুগে কিন্তু সাদাকালো টিভি নেই। তাই চেষ্টা করবেন একটা Eye catching thumbnail makeকরতে।
➡ কখনো ইউটিউবে ইনকাম এর আশা নিয়ে ভিডিও তৈরি করবেন না বরং আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে, অন্যকে সাহায্য করা।
➡ সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো শেয়ার করে ভালো একটা পজিশন তৈরী করা সম্ভব।
একটা ভুল
সাবস্ক্রাইব পাওয়ার জন্য কোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে কাউকে বলবেন না যে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
এরকম টা করাকে YouTube spam হিসেবে দেখে।
⤵
যাইহোক এছিলো আজকের আলোচনার বিষয়। এ বিষয় গুলো ফলো করে যদি আপনি ইউটিউবিং করেন তাহলে আর কেউ আপনার সফলতা আটকাতে পারবেনা।
আপনার জন্যে শুভকামনা রইল
keywordtaker.com,jooxy.com এ ভালো কিওয়ার্ড পাওয়া যায় ফ্রি তে।
তাছাড়া, soovle.com এ ও ভালো মানের কিওয়ার্ড পাওয়া যায়।
? আমি আন্তরিকভাবে দুঃখিত যে এ পোস্টে কোন ইমেজ ব্যবহার করতে পারিনি। আসলে, হাতে পরিপুর্ন সময় না থাকাতে এমনটা হয়েছে ?।