আসসালামু আলাইকুম,

গত পোষ্টে দেখিয়েছিলাম কিভাবে আপনি মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা  লিখবেন । আজ দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল বা স্টান্ডার্ড মানের একটা ইউটিউব ব্যানার  তৈরি করবেন। 

Demo with Preview:

 

Banner Demo Download.png । আপনাদের সুবিধার জন্য 4:00 মিনিটের একটা  ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. PixelLab App Download
  2. Banner File Download

এখন,

ইউটিউব ব্যানার তৈরি করতে হলে ছোট ছোট অনেক কাজ আছে যা স্ক্রিনশট দিয়ে বোঝানো সম্ভব নয় । তাই আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল করে দেয়া হয়েছে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে অল্প সময়ের ভিতর মাত্র 4 মিনিটে কিভাবে একটা সুন্দর প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন তা দেখানো হয়েছে। যার প্রয়োজন হবে সে পোস্টটি ফলো করতে পারেন অন্যথায় যার প্রয়োজন নাই সে পোস্টটা এড়িয়ে যেতে পারেন ।

[বিশেষ দ্রষ্টব্যঃ দয়া করে কেউ ভিডিও  প্রমোট ভাববেন না । অথরিটি ইনফর্ম করলে আমি ভিডিও রিমুভ করে দিব।]

Help Menu:

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

7 thoughts on "How to create a Professional Youtube Banner || PixelLab || মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন"

  1. Mdshakilhasan Author says:
    এটা কি পোষ্ট ভাই ভিডিও প্রমোট করলেন নাকি ?
    1. Mehedi Hassan Author Post Creator says:
      ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
      ভাইয়া স্ক্রিনশট দিয়ে ফটো এডিট বোঝানো সম্ভব নয় তাই ভিডিও টিউটরিয়াল দিতে বাধ্য হয়েছি আর এটা কোন ভিডিও প্রমোট নয়। আপনারা চাইলে আমি ভিডিও রিমুভ করে দিতে পারি ।
    2. MahfujS247 Contributor says:
      To apni kivabe cacchen unake suggest korun, possible hole uni obossoi korbe.
  2. TricksLoverBD Contributor says:
    অনেক সুন্দর ভিডিও বানালেন।
    ব্লগের প্রফেশনাল থাম্বনেইল বানানোর যদি পোষ্ট দিতেন✔️
  3. NABiD BHAi Author says:
    ভাইয়া পোষ্টে বোঝাতে পারলে ভালো হতো।আর ইউটিউব এ এই রকম অনেক ভিডিও পাওয়া যাবে
    1. Mehedi Hassan Author Post Creator says:
      ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

Leave a Reply