Site icon Trickbd.com

নতুন ফেসবুক এবং ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর দের জন্য পাঁচটি সহজ কন্টেন্ট আইডিয়া | 5 Great Content Ideas for New YouTuber and Facebook Creators

Unnamed

আসসালামু আলাইকুম,
আপনারা যারা ইউটিউব স্টার্ট করতে চাচ্ছেন কিন্তু কোন কন্টেন্ট আইডিয়া খুঁজে পাচ্ছেন না! ? অর্থাৎ কোন কনটেন্ট টা নিয়ে আপনার ভিডিও বানাবেন বা কাজ করবেন অথবা আপনার পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নেই অর্থাৎ একটা সেটাপ ভাল ক্যামেরা ভালো লাইটিং এই জিনিসগুলো নেই?

তাদের জন্য আজকের এই পোস্টটিতে আমি ৫ টা খুবই এবং বর্তমানে খুব পপুলার কন্তেন্ট আইডিয়া শেয়ার করব।☺️
যে কনটেন্ট গুলো আপনারা খুবই ইজিলি তৈরি করে ফেলতে পারবেন? এবং যে কেউ এই কন্টাক্ট টা নিয়ে কাজ করতে পারবেন। এবং খুব দ্রুত এখান থেকে আপনারা পপুলার হতে পারবেন।? আশা করি সম্পূর্ণ পোস্ট টি কেউ মিস করবেন না।।

কোয়েল প্রথমে যে কন্টেন্ট আইডিয়া টি আছে সেটি হচ্ছে।

১। শপিং।
ভিডিও শপিং রিলেটেড ভিডিও কিন্তু বর্তমানে বাংলাদেশে এখন অনেক বেশি জনপ্রিয়।? এবং অনেকেই এটা নিয়ে কিন্তু কাজ করছে আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন যে কোন পণ্যের প্রাইস এখন কত অথবা কোথায় কোন পণ্য পাইকারি রেটে পাওয়া যায় কোথায় কোন পণ্য সস্তায় পাওয়া যাচ্ছে বা কোন পণ্য টা কোথায় বেশি পাওয়া যায়।

অথবা কোনটার কি দাম এই রিলেটেড অনেক কনটেন্ট আপনারা কিন্তু এখন খুঁজে পাবেন। এই কনটেন্টগুলো যেমনি প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়! সেই সাথে খুব দ্রুত পপুলারিটি অর্জন করা যায়।

এবং এই কনটেন্টগুলো তৈরি করা খুবই সহজ , আপনারা এখানে কোন লাইটিং বা খুব ভালো একটি ক্যামেরা বা অন্যান্য সেটআপ এর কোনো প্রয়োজন নেই।
আপনার যদি একটি ভাল স্মার্ট ফোন থাকে এবং একটা গিম্বল অথবা মোবাইল ট্রাইপড নিয়ে আপনি যদি মার্কেটে চলে যান এবং প্রত্যেকটি সপে গিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করেন খুব দ্রুত কিন্তু আপনি পপুলারিটি অর্জন অর্জন করবেন এবং আপনার চ্যানেল কিন্তু বড় হয়ে যাবে।

এ কনটেন্ট গুলো তৈরি করে আপনি দুই ধরনের লাভ পাবেন অর্থাৎ দুই দিক থেকে আপনার লাভ হবে একটা হচ্ছে যে শপগুলোর আপনি ভিডিও তৈরি করবেন সে শপের মালিক কিন্তু আপনাকে একটা এমাউন্ট প্রোভাইড করবে। সেই-সাথে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করে ফেলতে পারেছেন।

তবে যারা প্রথম প্রথম নতুন ইউটিউবিং স্টার্ট করবেন তাদেরকে আমি তোমার শপ খুঁজে নিতে হবে বা শপে কাজ করতে একটু অসুবিধে হতে পারে দোকানদার আপনাকে ইগনোর করতে পারে।
এর পরে আপনি যখন আস্তে আস্তে পপুলারিটি অর্জন করবেন তখন কিন্তু দোকানদারদার রা আপনাকে খুঁজে নিবে।

অর্থাৎ আপনাকে ফোন করে ডেকে নেবে এবং একটা টাকা অফার করবে যে এত টাকা দিব আপনি আমাদের দোকানের ভিডিও টা করে দিন।

তো বর্তমানে এই কনটেন্ট টা খুবই জনপ্রিয়, এবং ছেলে মেয়ে উভয়েই এই কনটেন্ট টা নিয়ে কাজ করছেন। এবং এখান থেকে আপনি চাইলে একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে হাসিল করতে পারেন।

আর এই কনটেন্টে তৈরি করা খুবই খুবই সহজ, আহামরি কোনো ইকুইপমেন্টের আপনার প্রয়োজন হবে না।


২। ফিশিং ভিডিও।
অর্থাৎ মাছ ধরার ভিডিও, ফিশিং ভিডিও কিন্তু অনেক আগে থেকেই খুবই জনপ্রিয় এবং এটি একটি ইন্টারন্যাশনাল কনটেন্ট।
যাদের বাসা আসলে নদীর আশেপাশে, অথবা সাগরের আসে পাশে আছে তারা চাইলেই এই কনটেন্ট টা নিয়ে খুব সহজে কাজ করতে পারেন।

আপনার একটা মোবাইল ফোন থাকলে জাস্ট একটা টাইপড নিয়ে নদীতে অথবা সাগরে যারা মাছ ধরতে যাই জেলে তাদের সাথে বেরিয়ে পড়েন।
এবং তাদের মাছ ধরার আপনি ভিডিও করে ইউটিউবে ছাড়েন।

আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে একটা ভালো কিছু আশা করতেই পারেন।
আপনার যেমন চ্যানেল টা খুবই দ্রুত রেঙ্ক করবে সেই সাথে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব কারণ এটি ইন্টারন্যাশনাল একটা কনটেন্ট।

এবং অনেকে দেখবেন পুকুরে মাছ ধরার ভিডিও তৈরি করে কিন্তু ছেড়ে দেয়, এবং সেখান থেকে খুব ভালো একটা ভিউজ পাই।
আগেই বলেছি এটা যেহেতু ইন্টারন্যাশনাল কনটেন্ট, তাই এখানে আপনি world-wide দর্শক পাবেন।

অর্থাৎ সব দেশ থেকে আপনার এই ভিডিওটি দেখার দর্শক পেয়ে যাবেন।

অনেকে অনেক ধরনের ফেক ট্রিক্স ইউজ করেন মাছ ধরার ক্ষেত্রে বা বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরে, একটা পুকুরের ভিতর মাছ ধরে কিন্তু ভিডিও তৈরি করে।
তো এই কন্টাক্ট টা খুব ইজিলি জেমনি আপনি তৈরি করতে পারবেন।
এবং এই ভিডিওতে কিন্তু ভিউজ পাওয়া খুবই সহজ এবং খুব দ্রুত কিন্তু সাকসেস অর্জন করার একটি সুযোগ বা পারবেন।
তাই ফিশিং ভিডিও নিয়ে আপনি কাজ করতেই পারেন।


৩। বাইক অভার ভিউ
এর মানে এটা না যে বাইক রিভিউ করতে হবে আপনাকে, বাইক অভার ভিউ বলতে আসলে যেটা বোঝায়।
নতুন একটা বাইক মার্কেটে রিলিজ হয়েছে আপনি জাস্ট আপনার মোবাইলটি নিয়ে গিয়ে একটি নতুন বাইকের চারপাশ ঘুরে ঘুরে দেখাবেন।

আসলে আপনার ভিউয়ারস কে বুঝালেন যে বাইকটা কেমন দেখতে, বা কি কি কালারে এভেলেবেল আছে। অথবা আপনি জাস্ট বাইকটার যদি একটু লুক ইন্টারফেস টা মানুষকে দেখিয়ে আপলোড করে দেন।

তাহলে কিন্তু আপনি ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউস পাওয়ার একটা সম্ভাবনা রাখেন,
এখন কিন্তু বাইকের চাহিদা অনেক বেশি এবং আমি আপনি যেই হোক না কেন একটা নতুন বাইক কেনার পরিকল্পনা করলে আমরা যেটা প্রথমে করি।
ইউটিউবে গিয়ে সার্চ করি বাইক টা দেখতে কেমন বা কি কি কালারে পাওয়া যাচ্ছে।
বা কেমন পারফরম্যান্স হবে এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই সার্চ করে দেখি।

তো আপনি যদি এইরকম বাইক অভার ভিউ ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলটা গেইন করবে।
অর্থাৎ আপনি জাস্ট একটা শো রুমে গেলেন। পতিটা সুরুমি আপনাকে ভিডিও করার সুযোগ দিবে।

তাই কোন ধরনের কোন সমস্যা এখানে আমি লক্ষ্য করছি না জাস্ট গিয়ে আপনি যদি বাইকটার ভিডিওটা করে নেন মানে অভার্ভিউ ভিডিওটা করে নেন তাহলেই কিন্তু যথেষ্ট।

আর হ্যাঁ চাইলে আপনি কিন্তু এই ভিডিওটার মাঝে একটু কথা ও বলতে পারেন অর্থাৎ নতুন বাইক টার স্পেসিফিকেশন গুলো বলে দিতে পারেন।
বাইকটার কি কি ফিচার আছে সেটাও বলে দিতে পারেন। তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে অর্থাৎ আরো ভালো রেসপন্স পাবেন কিন্তু।
আপনি এ ধরনের কনটেন্ট থেকে।

আপনারা ইউটিউব লুকস নামে একটা চ্যানেল দেখেছেন কিনা জানিনা, সে কিন্তু শুধুমাত্র এই বাইকের অভার্ভিউ ভিডিও করে অর্থাৎ বাইক টা দেখতে কেমন সেটা ভিডিও করে কোন কথা পর্যন্ত বলে না।

ব্যাকগ্রাউন্ড এ একটা মিউজিক এড করে দেই জাস্ট এবং সে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ পায়, তার চ্যানেলে কিন্তু অলরেডি ৫ লক্ষের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে।

তো এটা কিন্তু অনেক দারুন একটা কনটেন্ট তো চাইলে এটা নিউ আপনারা কাজ করতে পারেন। সাকসেস হওয়ার চান্স অনেক বেশি।


৪। ফুট ব্লগিং এন্ড ফুড রিভিউ।

ফুড ব্লগিং বা ফুড রিভিউ কিন্তু বাংলাদেশ বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এবং অনেকে কিন্তু এই কনটেন্ট নিয়ে কাজ করছেন।
এই কনটেন্ট নিয়ে কাজ করতে আপনার খুব বেশি ইকুইপমেন্ট এর কোনো প্রয়োজন নেই।

শুধুমাত্র আপনার যদি একটা ভালো স্মার্ট ফোন থাকে এবং ছোটখাটো একটা ট্রাইপড থাকে তাহলেই যথেষ্ট।
এই কনটেন্টটিতে কাজ করার জন্য আপনাকে যে কোন একটা রেস্টুরেন্টে যেতে হবে অথবা যেখানে খাবার খেতে পারেন যেকোনো হোটেল।
সেখানে গিয়ে খাবারটা খাবেন এন্ড একটা রিভিউ দিবেন এতোটুকুই যেমন ওই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন পরিবেশটা কেমন ছিল বা ইত্যাদি।

তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে পারেন এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হল বিভিন্ন স্ট্রিটফুড গিয়ে কিন্তু খেতে পারেন! বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুড জনপ্রিয়।

ওই ফুড গুলো খেয়ে কিন্তু ছোটখাটো একটা রিভিউ করতে পারেন।
ওই ফুডস গুলো কোথায় পাওয়া যাবে সেগুলো শেয়ার করতে পারেন।
এই কনটেন্টে তৈরি করতে আপনার আহমরি কোন জিনিসের প্রয়োজন নেই। সেই সাথে এগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয়।


৫। সেকেন্ডহ্যান্ড প্রডাক্ট সেলিং ভিডিও।

অর্থাৎ ইউটিউবে এবং ফেসবুকে আপনারা লক্ষ্য করবেন জে সেকেন্ড হ্যান্ড কার এর অনেক ধরনের ভিডিও পাওয়া যায়।
যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে।

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এর ভিডিও এবং এই সেকেন্ডহ্যান্ড অনেক ধরনের ভিডিও পাওয়া যাচ্ছে।

তো এই কনটেন্টে তৈরি করতে আপনার জাস্ট আশেপাশের কাররের যে শোরুম সেকেন্ড হ্যান্ড কার বা মাইক্রো বিক্রি করে এমন।
অথবা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করে এরকম দোকানে যাবেন এবং কোন কোন মোটর সাইকেলটা বিক্রি হবে এবং কিরকম দামে বিক্রি হবে।
এই রিলেটেড যদি আপনি ভিডিও বানান এবং ইউটিউবে ছারতে পারেন তাহলে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড কার কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে।

এবং তারা প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে গিয়ে সার্চ করতেছে। এবং তারা যদি এগুলো সার্চ করে তার মানে বুঝতে হবে এগুলোর চাহিদা অনেক বেশি।

তো এই কনটেন্টে নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে খুবই জনপ্রিয়তা লাভ করতে পারবেন আমি আশাবাদী, এবং সেইসাথে এই কনটেন্ট টা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি আবারো আপনার মোবাইল ফোন দিয়ে এই কনটেন্টটি তৈরি করে ফেলতে পারবেন।

তো এই টপিকের ভিডিও এখন খুবই জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করা তো আপনারা চাইলে এই কনটেন্ট টা নিয়েও কাজ করে ফেলতে পারেন।

তো এই ছিল পাঁচটি খুবই ইজি এবং বর্তমানে খুবই জনপ্রিয় কনটেন্টের আইডিয়া যেগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন।
যদি আপনার ইউটিউবিং করতেই হয় তাহলে।

আর এই টপিক গুলো নিয়ে কাজ করতে আপনার আহমরি তেমন কোনো ইকুইপমেন্টের কোন প্রয়োজন নেই, তো আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে।


Old Monetize YouTube Channel Sell করা হবে, যারা নিতে ইচ্ছুক তারাই শুধু কল করুন- 01922859423 ( দাম- আলোচনা সাপেক্ষে) ফেস টু ফেস নেয়ার সুযোগ আছে) চ্যানেল লিংক- https://m.youtube.com/c/MkShorts

পোস্টটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিন। আর আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবেন না! আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ।