অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ।
এডসেন্সে ২০২২ সালের মার্চ মাসে একটি আপডেট আসতে যাচ্ছে।
আর তা হচ্ছেঃ
এর মানে হল এডসেন্সে ইউটিউবের জন্য আলাদা একটি পেমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে।
অর্থাৎ ইউটিউবের জন্য আলাদা পেমেন্ট দেওয়া হবে।
আগে ইউটিউবের ডলার আর ওয়েবসাইট এ এডসেন্স পেয়ে যারা ওয়েবসাইট দিয়ে ইনকাম করেন সেই ডলার একসাথে যোগ হতো আর উভয়টি মিলে ১০০$ হলে তা উঠিয়ে নেওয়া যেত।
অনেকেই এমন আছেন যাদের ইউটিউবে ইনকাম হয় আবার সাইট থেকেও হয় দুইটা মিলিয়ে ১০০ ডলার হলেই তুলে নেন। আর দুটি ১০০ ডলার হতে বেশি দিন লাগে না খুব কম সময়েই হয়ে যায়, কারণ ইউটিউব থেকে ওয়েবসাইটে ইনকাম বেশি।
তবে পেমেন্ট ১০০$ হলেই নিতে পারবেন চাই সেটা ইউটিউব থেকে হোক বা ওয়েবসাইট থেকে হোক।
আপনাদের কাছে আপডেট টা কেমন হবে বলে মনে হয়? ?
তো আজ এই পর্যন্তই।
2 thoughts on "অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে adsense এ।"