আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি সকলেই ভালো আছেন।নিজ অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমি দেখাবো কেন আপনি ইউটিউবে সফল হতে পারেন না এবং এর ৫০ টি কারন।চলুন শুরু করি..

1.ভালো ভিডিও না দেওয়া,
2.সাব ফর সাব করা,
3.ভিউ ফর ভিউ করা,
4.স্পাম করা,
5.কপিরাইট ভিডিও ইউস করা,
6.প্রতিদিন ভিডিও না দেওয়া,

7.একই (ট্রিকস) ভিডিও আবার দেওয়া,
8.খারাপ ভিডিও দেওয়া,
9.অশ্লিল কন্টেট দেয়া,
10.ভিডিওর কোয়ালিটি খারাপ,

11.ট্যাগ না দেয়া,
12.সঠিক টাইটেল না দেয়া,
13.সঠিক ডেসক্রিপশন না দেয়া,
14.অল টপিক চ্যানেল খোলা,

15.ট্রেনডিং ভিডিও না দেয়া,
16.এসইও না করা,
17.ভিডিও ইডিটিং না জানা,
18.ফেস ক্যাম ভিডিও না দেয়া,
19.ভিডিও শেয়ার না করা,
20.ক্লিয়ার অডিও না দেয়া,
21.ভালো ক্যামেরা ব্যবহার না করা,
22. #ট্যাগ ব্যবহার না করা,
23.প্লে লিস্ট না বানানো,
24.ফিচার ভিডিও না দেয়া,
25.অসময়ে ভিডিও আপলোড,
26.সঠিক নিশ বাছাই না করা;
27.ভিউয়ারদের সাবস্কাইব করতে না বলা;
28.বেশী সময়ের ভিডিও না দেয়া;
29.চ্যানেলের থিম না থাকা;
30.ইউটিউবের নীতিমালা না পড়া।
মূলত ইউটিইব ই চায় আপনি সফল হোন।

সকলে নিজের খেয়াল রাখবেন।

5 thoughts on "ইউটিউবে সফল না হওয়ার ৩০টি কারণ।(নতুনদের জন্য)"

  1. M+S Author says:
    ভাই এতো কিছু মাথায় না রেখে ভিডিওর দিকে মনোযোগ দিলেই যথেষ্ট। ইউটিউবে অনেক ভিডিও আছে, যেগুলোতে ট্যাগ , টাইটেল কিংবা ডেসক্রিপশন কিছুই ঠিক নাই। তারপর ও লক্ষ-লক্ষ‌ ভিউ।
    1. Safiul islam Author Post Creator says:
      সেই ভিডিও হয় ট্রেনডিং, রাজনীতি,ফানী অথবা ১৮+এর ক্ষেত্রে হতে পারে।
  2. Safiul islam Author Post Creator says:
    সেই ভিডিও হয় ট্রেনডিং, রাজনীতি,ফানী অথবা ১৮+এর ক্ষেত্রে হতে পারে।কিন্তু অশ্লিলতার কাছে যাবেন না,পাবেন সহজে কিন্তু জীবনে সব হারাতে পারেন।
    1. M+S Author says:
      হায়! আপনি এটাই বুঝে নিলেন?
  3. Nurnabi909 Contributor says:
    পোস্টটি থেকে নতুন কিছু শিখলাম।

Leave a Reply