হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন, আজ আমি আপনাদের জানাতে চলেছি যে কীভাবে আপনারা ইউটিউবের যেকোনো গান ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রিন অফ/লক করেও শুনতে পারবেন।
➡️➡️➡️➡️➡️ Let’S StarT⬅️⬅️⬅️⬅️⬅️ গুগলের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে গান শুনতে অনেকেই পছন্দ করেন। কিন্তু স্ক্রিন বন্ধ হলেই থেমে যায় ইউটিউবের গান! তবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও আছে। ছোট্ট একটি পদ্ধতি জানলেই অ্যানড্রয়েড ফোনে স্ক্রিন বন্ধ করেও শোনা যাবে গান-
যেভাবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন
★ প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ম্যাসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ ডাউনলোড করুন।
★ এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চাচ্ছেন সেই গানের ‘লিংক’ টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে শেয়ার করুন।
★ এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশনে ক্লিক করুন।
★ এবার পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি অন করে দিন।
★ এবার আবারো টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।
★ এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যাস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারবেন।
বর্তমানে সারা বিশ্বে প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন। দুনিয়ার এমন কিছু নেই যা আপনি ইউটিউবে পাবেন না।
তো আমি আর কথা বাড়াবো না,, আজকের মূল বিষয় যেটা ছিল, সেটা আপনাদের আমি শিখিয়ে দিয়েছি।
তাই আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং TrickBD এর সাথেই থাকবেন।
নমস্কার
6 thoughts on "ইউটিউবের যেকোনো গান শুনুন ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রীন লক করে।"