আমি আগের পোস্টে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের পোস্টটি পড়েননি তারা পড়ে আসতে পারেন। তাহলে চলুন আমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইন এর অন্যান্য বিষয়গুলো জেনে নেই…
• হিংসাত্মক ও বিপদজনক বিষয়বস্তু:
১. কারো বিরুদ্ধে হিংসাত্মক আচরণ, যৌন আচরণ, কোন শিশুকে নির্যাতন, শিশুদের প্রতি হিংসাত্মক মনোভাবের মত বিষয়গুলো ভিডিওতে ব্যবহার করতে পারবেন না।
২. মানুষের ক্ষতি হবে এমন প্রাঙ্ক, বোম তৈরি করা, হ্যাকিং, বাইপাসিং, নিজের শরীরকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, ট্রিট দেওয়া, মাদকের ব্যবহার, জঘন্য খাবার খাওয়া, হিংসাত্মক ইভেন্টকে প্রশ্রয় দেওয়া ইত্যাদি বিষয়গুলো ভিডিওতে ব্যবহার করতে পারবেন না।
৩. ভিডিওতে এসে কারো বিরুদ্ধে একনাগাড়ে হিংসাত্মক মনোভাব বা মিথ্যা কথা বলা যাবে না।
৪. কোন ধরনের ক্রিমিনাল/অপরাধ করে এমন অর্গানাইজেশনের প্রমোশন করতে পারবেন না।
• অবৈধ পণ্যের প্রমোশন:
আপনার ভিডিওতে কোন ধরনের অবৈধ পণ্যের প্রমোশন করতে পারবেন না (যেমন: অ্যাপস, ওয়েবসাইট এবং যে কোন প্রোডাক্ট ইত্যাদি)।
• ভুল তথ্য:
১. টাইটেল থাম্বনেইল ও ভিডিওতে কোন ধরনের বিপদজনক কিছু ব্যবহার করা যাবে না।
৩. করোনাভাইরাস বিষয়ে কোন ধরনের ভুল তথ্য ব্যবহার করতে পারবেন না।
৪. ভ্যাকসিন বিষয়ক কোন ধরনের ভুল তথ্য ব্যবহার করতে পারবেন না।
৫. রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যায় এমন কোন তথ্য ব্যবহার করতে পারবেন না।
আশা করি এই আর্টিকেলটি ইউটিউবারদের অনেক কাজে লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।