Site icon Trickbd.com

কিভাবে Youtube ভিডিওর কোনো নির্দিষ্ট অংশের লিংক শেয়ার করবেন?

আমরা অনেকেই ইউটুব ভিডিওর লিংক বন্ধুদের শেয়ার করে থাকি।অনেক সময় আমরা কোনো ভিডিওর একটি অংশ বন্ধুদের দেখাতে চাই কিন্তু তাদেরকে ভিডিওর লিংক দেওয়ার পর অনেকসময় তারা ওই অংশ টি খুঁজে পায় না। তাই আজকে আমরা শিখবো কোনো নির্দিষ্ট অংশ সেলেক্ট করে কিভাবে ভিডিওর লিংক পাঠাবেন বন্ধুদের। 

 

প্রথমে আপনি যেই ভিডিওটি শেয়ার করতে চান সেটি ওপেন করুন

এবার এখানে Clip নামের একটি অপশন খুঁজে পাবেন।সেখানে ট্যাপ করুন।

 

উপরের ছবিতে চিহ্নিত করা স্থানে ট্যাপ করে আপনি যেই অংশটি পাঠাতে চান সেটি Select করুন।

এবার Description যেকোনো কিছু লিখুন

এখন Shere Clip এ ট্যাপ করুন

এখন আপনি এখান থেকে লিংক কপি করতে পারেন।এছাড়া আপনি চাইলে সরাসরি ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করতে পারেন।

 

আমরা এখন Google Chrome এ Link টি Open করে দেখবো

আমরা যেই অংশটি সেলেক্ট করেছিলাম সেটিই এখানে প্লে হচ্ছে।কেউ চাইলে নিচে Watch Full Video তে ট্যাপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে পারবে।

 

 

 

Exit mobile version