Site icon Trickbd.com

[SHORT]ইউটিউবে শট ভিডিও ডাউনলোড করবেন যেভাবে।

Unnamed

আসসালামু আলাইকুম

টিকটকের পরে শট ভিডিও সিস্টেম চালু করছে ইউটিউব। টিকটক মূলত জনপ্রিয় পেয়েছে এই কারনেই। যেখানে ইউজার শট ভিডিও আপলোড করতে পারে। টিকটক কে দেখে ইউটিউব চালু করেছে এই সিস্টেম। যদিও এখন অনেক যেমন ইন্সটাগ্রাম, ইউটিউব এই সিস্টেম চালু হয়েছে।
তো ইউটিউবে এখন শট ভিডিও সিস্টেম। তবে দশক একটা সমস্যায় পরে। সেটা হল এখানে ভিডিও একাধিক বার দেখা যায়না। অনেক সময় এই ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। যেটা বেশি কেউ জানেনা। এখন দেখাব কোন এপস ছাড়া একটি সাইটের মাধ্যমে ইউটিউব শট ভিডিও ডাউনলোড করবেন।

»»প্রথমে ইউটিউবের যেই ভিডিও ডাউনলোড করবেন সেটায় যেয়ে ভিডিওর লিংক কপি করবেন।

»»শেয়ার বাটনে ক্লিক করুন।

কপি লিংক বাটনে ক্লিক করে লিংক কপি করুন।
আপনার ব্রাউজারে shortsnoob.com লিখে সাচ করুন অথবা এখানে CLICK করুন।

বক্সে লিংক পেষ্ট আর SEARCH বাটনে ক্লিক করুন।ভিডিও আকার নিবাচন করে নিচে DOWNLOAD বাটনে ক্লিক করুন।3ডট এ ক্লিক করুন। এবং নিচে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

ভুল ত্রুটি হল