আসসালামু আলাইকুম
YouTube এর লুক অনেক বছর ধরে প্রায় একইরকম রয়েছে। এই বছর ইউটিউব এর ১৭ বছর পূর্ণ হওয়ায় তারা YouTube এর লুক ও অনেক কিছুতে পরিবর্তন আনতে যাচ্ছে। তো চলুন একনজরে ইউটিউব এর গুরুত্বপূর্ণ কিছু নতুন পরিবর্তন দেখে নেওয়া যাক।
YouTube New Update
UI
এই নতুন আপডেটের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর UI তে। সম্পূর্ন নতুন ডিজাইন আসবে এইবার। লাল সাবস্ক্রাইব বাটন এর পরিবর্তে সাদা সাবস্ক্রাইব বাটন থাকবে। হালকা ট্রান্সপারেন্ট ডিজাইনে আসবে যার কারনে এটি আরো মডার্ন লাগবে। এছাড়া বাটনের স্টাইলেও অনেক পরিবর্তন থাকবে।
Playlist এর লুক ও চেঞ্জ করা হবে। এইবার Playlist এ ঢুকলে এর প্রথম ভিডিও এর ছবি উপরে দেখাবে।
Thumbnail
এবার ভিডিও Thumbnail এর কর্ণার Round হয়ে যাবে। যা দেখতে কিছুটা মডার্ন লাগবে।
এইবার থেকে ইউটিউব এর যে কোন ভিডিও জুম ইন জুম আউট করা যাবে। এজন্য দুইটি আঙ্গুল দিয়ে Pinch করতে হবে।
এইবার থেকে কোনো ভিডিও টানার সময় এর প্রতিটি ফ্রেম দেখে দেখে টানা যাবে। আগেও এই ফিচারটি ছিল তবে এখন আরো অ্যাডভান্স লেভেল এ নিয়ে যাবে এই আপডেট।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।