Contributor

Jakaria Raj Easin

অতি সাধারন এক মানুষ সব সময় বাস্তবতা নিয়ে ভাবী স্বপ্ন জিনিসটা একটু কম দেখি কারন ঘুম ভেঙ্গে গেলে নিজেকে আবার সেই ছেড়া কাঁথার নিচেই পাই তখন আর স্বপ্ন থাকে না । যা পছন্দ করিনা অতি সুন্দর ( সব অতি সুন্দরের ভিতরে একটা কুৎসিত কিছু থাকেই ) অতি লোভী ( লোভে পাপ পাপে মৃত্যু ) অতি অহংকারী ( অহংকার পতনের মুল ) অতি বড়লোক ( এরা সাধারনত অহংকারী হয়ে থাকে তবে সবাই না ) যা ভালোবাসি পরিস্রম , সাধনা , চেষ্টা কোন কিছু যদি দেখো তুমার ধারা পাওয়া সম্ভব না তাহলে পাওয়ার জন্য চেষ্টা করো যদি চেষ্টা করেও ব্যর্থ হও তাহলে ইহার পিছনে পরিস্রম করো পাওয়া জন্য সাধনা করো যদিও একটু সময় লাগবে পাইতে কিন্তু তুমি পাবেই কারন সাধনা আর পরিশ্রম দিয়ে পাওয়া যায় না এমন কোন বস্তু পৃথিবীতে নাই । পরিশেষে একটা কথা বলতে চাই জীবন কারো জন্য থেমে থাকে না... তোমাকে অবশ্যই তোমার ভালবাসার কাজটি খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে তোমার খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবে খুঁজে পেতে হবে। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ, তাই জীবন নিয়ে সন্তুস্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে কর্ম । যখন সাফল্য আসবে, তাকে উপভোগ করো, কিন্তু এটাও খেয়াল রেখো, তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ কি না। যতই বড় হও না কেন, মনে রেখো সবকিছুরই একটা শেষ আছে। সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটিও জ্বলতে জ্বলতে একদিন নিভে যাবেই। তাই ব্যর্থতার জন্য প্রস্তুত থেকে সাফল্যকে উদযাপন করো।