Be a Trainer! Share your knowledge.
Home » Android phone review » Galaxy Note7 বিষয়ে যাবতীয় তথ্য জেনে নিন।

Galaxy Note7 বিষয়ে যাবতীয় তথ্য জেনে নিন।

প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের আগামী ফ্যাবলেট মডেলের নাম ‘গ্যালাক্সি নোট ৭’। সম্প্রতি এর বেশ কিছু তথ্য ও ছবি ফাঁস হয়ে গেছে অনলাইনে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
এ বছরের অন্যতম প্রতীক্ষিত মডেলগুলির মধ্যে একটি এই গ্যালাক্সি নোট ৭৷ আর তাই ভার্জসহ একাধিক প্রথম সারির টেকনোলজি সংক্রান্ত ওয়েবসাইটেও গ্যালাক্সি নোটের তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়া টুইটারেও ফাঁস হয়েছে ডিভাইসটির ছবি। তার ভিত্তিতে ডিভাইসটির বেশ কিছু তথ্য জানা গেছে। তার আগেই অবশ্য ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বাজারে একাধিক গুজব রটে গিয়েছিল৷
যা যা থাকছে
সিনেট জানিয়েছে, ‘গ্যালাক্সি নোট ৭’-এ থাকছে ৫.৭ ইঞ্চি স্ক্রিন৷ সেই সঙ্গে চোখের মণির মাধ্যমে ‘আনলক’ অপশন৷ এতে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ফোনটি আনলক করা যাবে।
ইভান ব্লাস নামের এক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে গ্যালাক্সি নোট ৭-এর ছবি ফাঁস করে দিয়েছেন৷ যদিও সংস্থা সূত্রে এই ছবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি৷ ছবি দেখে বোঝা যাচ্ছে, কার্ভড ফ্রন্ট স্ক্রিন ডিসপ্লে ও আইরিস স্ক্যানার রয়েছে নয়া মডেলটিতে৷ নীল রঙের একটি দুর্দান্ত শেডে মিলবে নয়া মডেলটি৷
এছাড়া এতে থাকছে ইউএসবি সি পোর্ট। এ পোর্টের মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে তথ্য আদানপ্রদান করা যাবে।
৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ছয় গিগাবাইট র‍্যামসহ সামনে ও পেছনে যথাক্রমে পাঁচ ও ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়া আরও যে ফিচারগুলো থাকছে-

-IP68 সার্টিফায়েড পানি ও ধুলোরোধী ডিজাইন

-মাইক্রোএসডির মাধ্যমে বাড়তি ৬৪জিবি ধারণক্ষমতা

-কুইক চার্জ ৩.০ প্রযুক্তি

-৪২০০ এমএএইচ ব্যাটারি

-কালো, সিলভার, নীল রং

রিলিজের তারিখ
জানা গেছে, ২ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি নোট ৭’।

সৈজন্যে :- TipsAdd.Com

8 years ago (Jul 15, 2016)

About Author (204)

Momen
contributor

This User May Not Interusted To Share Anything With Others © TuneRound.Com

Trickbd Official Telegram

One response to “Galaxy Note7 বিষয়ে যাবতীয় তথ্য জেনে নিন।”

  1. NayonBDs Contributor says:

    আমি টিউনার হতে চাই Plese স্বাধীন ভাই আমার টিউন গুলো দেখে টিউনার বানান।

Leave a Reply

Switch To Desktop Version