Be a Trainer! Share your knowledge.
Home » Android phone review » নকিয়ার অ্যান্ড্রয়েড নতুন স্মার্টফোন

নকিয়ার অ্যান্ড্রয়েড নতুন স্মার্টফোন

এক সময়ের সাড়া জাগানো ব্র্যান্ড নকিয়া স্মার্টফোনের বাজারে আবারো স্বনামে ফিরছে, এ খবর ইতিমধ্যে অনেকেরই জানা। ২০১৭ সালে দুইটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরমাধ্যমে বাজারে ফের যাত্রা শুরু করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল তৈরি করবে নকিয়ার স্মার্টফোন।

নকিয়া ৫৩২০ এবং নকিয়া ডি১সি- মডেল দুইটির মাধ্যমে বাজারে প্রত্যাবর্তন করবে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরবেঞ্চমার্কিং টুল গিকবেঞ্চের পর এবার আরেকটি বেঞ্চমার্কিং টুল আনটুটুতে নকিয়া ডি১সি স্মার্টফোনটির কিছু ফিচার দেখা গেছে।
আনটুটু বেঞ্চমার্কিং- এ থাকা তথ্যানুসারে নকিয়া ডি১সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আরো রয়েছে ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি বিল্ট-ইন স্টোরেজ, অ্যাডরিনো ৫০৫ জিপিইউ, কোয়ালকম ৪৩০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। বেঞ্চমার্ক দেখা মানে স্মার্টফোনটি প্রায় রেডি এবং নির্ধারিত ঘোষণার আগে এর পরীক্ষা চলছে।

8 years ago (Oct 29, 2016)

About Author (61)

Hridoy
contributor

I know what I have given you...I do not know what you have received.

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version