Be a Trainer! Share your knowledge.
Home » Android root » [Mt6572][Port] মোবাইল দিয়ে কাস্টম রম পোর্ট করার নতুন পদ্ধতি!

[Mt6572][Port] মোবাইল দিয়ে কাস্টম রম পোর্ট করার নতুন পদ্ধতি!

কাস্টম রম দেওয়া আর ইনস্টল করা একই কথা।
অনেকে বলে কাস্টম রম মারা।
“” এই দোস্ত, দেখ! আমার ফোনে কাস্টম
রম মারছি “”
সে যাই হোক। কাস্টম রম নিয়ে আগ্রহ থাকা
ভাল।
তবে আমার মতে সৃটক রমের মত বেটার
কোনো রমেই হবে না।
যেই রমই মারুন, স্টক রমে ফিরে আসতেই
হবে।
না আসলে, সেটা আপনার ব্যাপার।
অনেকে রুট করেই কাস্টম রমের দিকে ঝুকে
পড়েন।
ব্যাপারটা না জেনেই, ফোনে ব্যাকআপ না
রেখেই রম মারতে গিয়ে ব্রিক করে ফেলি।
অবশ্যই কাস্টম রম মারার আগে এই তিনটা কাজ
করতে হবে।

১) আগের রমের ব্যাকআপ।
২) Imei ব্যাকআপ।
৩) কাস্টম রম পোর্ট।
গুগলে অনেক ভুল পদ্ধতি পেয়েছি এবং ট্রাই ও
করেছি। কিন্তু অনেক ঘেটে আমি একটা কথাই
বলব তারা না জেনেই পোর্ট বিষয়ে বলেছে।
কাস্টম রম পোর্ট দুই রকম।
১) অন্য চিপসেট থেকে আরেক চিপসেট
(MT6582 to MT6572 or, MT6592 to MT6582)
২) একই চিপসেটের ( MT6572 to MT6572)যাই
হোক। এসব বিষয়ে অন্য পোস্টে বলব। আজ
যে চিপসেটের কাস্টম রম পোর্ট ব্যাপারে
বলব তা হল MT6572
আসলে আমার ফোনটা এই চিপসেটের। আমার
না বেশিরভাগই।আর এ চিপসেটের কাস্টম রমও
বেশি।

আর সবচেয়ে মজার বিষয়, এ চিপসেটের রম
মোবাইল দিয়েই পোর্ট করা যায়।
আমার তৈরি পদ্ধতি ( সবচেয়ে সোজা)
আগে আমি হুদাই ফাইল রিপ্লেস system etc to
etc, lib, lib, bla bla bla,,,,
অনেক কষ্টে পোর্ট করতাম।
অসহ্য। চলুন সহজ পদ্ধতি জেনে নেই।

Zarchiever Pro

নাম তো শুনছেনই। এর চেয়ে
কাজের কিছু নাই। না থাকলে ডাউন লোড করে
নেন।
## যে কাস্টম রম পোর্ট করবেন ঐটা যেন
ডাউনলোডের পর Zip করাই থাকে। Unzip করা
লাগব না।
## এবার Zarchiever দিয়ে Zip করা রমের মধ্য
ঢুকুন।
এজন্য File টিতে ক্লিক করে View এ যান।

## কয়েকটি ফোল্ডার এবং কিছু ফাইল দেখতে
পারবেন।
## এদের মধ্য থেকে নিচের ফাইলগুলো
ডিলিট দিবেন (যদি থাকে)
boot.img logo.bin [যদি কাস্টম রমের বুট
লোগো দিতে চান তবে ডিলিট করেন না ]
boot-x.img [x= any a-z]
## ডিলিট করতে boot.img এর উপর চাপ দিয়ে
ধরে থাকবেন। Delete সিলেক্ট করবেন।
Do you want to delete this file from archieve –
Yes দিবেন।
## কাজ শেষ। এবার Back করুন। এবং Zip টি ইনস্টল
করুন।
CWM থেকে Zip Install পদ্ধতিঃ
## Go to CWM Recovery – Press Volume up+
power button or similar
## Backup থেকে স্টক রমটির ব্যাকআপ নিন যদি
না থাকে।
## Go back দিয়ে Wipe data & factory reset

## Go back > Wipe Cache Partition
##Go back > Advanced > Wipe Dalvik Cache
## Go back > Mount & storage >Format Data
>Format Cache>Format System**
( ** This step is important কারন আমরা Updater
Script Modify করিনি।)
## Go back >Install zip from Sdcard >Chose
Zip and install
## এবার ইনস্টল শেষে ইরর দেখাবে। চিন্তা না
করে,
## reboot system now
হয়ে গলো কাস্টম রম ইনস্টল।চিপসেট একই
হলে অতো পোর্ট করা লাগে না।
ফোন অন হলে –
# যদি গ্যালারি + ক্যামেরা না কাজ করে তবে /
এখানে দেখুন।
## আর কোনো সমস্যা হলে কমেন্ট।
#*#*# যাদের ফোন ব্রিক হইছে তারা স্টক রম
রিস্টোর করে zip ফাইলটির System/etc/
android_runtime.so আপনার স্টক ফাইলটির সাথে
রিপ্লেস করে আবার চেষ্টা করুন।
##
##
ধন্যবাদ।

My facebook

7 years ago (Oct 30, 2016)

About Author (36)

TrickBD
contributor

(যদি জানো ( জানাও ) নয়ত জানো)

Trickbd Official Telegram

15 responses to “[Mt6572][Port] মোবাইল দিয়ে কাস্টম রম পোর্ট করার নতুন পদ্ধতি!”

  1. Shohagh Subscriber says:

    ট্রিকবিডিতে টিউনার হেল্পের জন্য আমার পোষ্টে কমেন্ট করুন।।ওখান থেকে আমার নাম্বার অথবা ফেসবুক লিংক দিব।।ভালো পোষ্ট হলে অবশ্যই টিউনার করা হবে।

  2. Shohagh Subscriber says:

    সুন্দর পোষ্ট

  3. jibon mia Contributor says:

    ভাই পারলে,জিপি ফ্রি নেট
    এর টিপস দিন প্লিজ প্লিজ।

  4. Al Amin Contributor says:

    symphony V45 এর জন্য কাস্টম রুম আছে।

  5. Sarowar Subscriber says:

    আরে এটা আবার নতুন পদ্ধতি কিসের…?
    এটা তো অনেক আগে থেকেই জানি।
    Same #Riayad_Rox ভাইয়ের পোস্ট।
    আমার তো মনে হচ্ছে কপি করা পোস্ট।
    আর এই পদ্ধতিতে বেশীর ভাগ ক্ষেত্রেই রমে কিছু না কিছু বাগ থাকে……

  6. Yeasin Author says:

    এই বেটার প্রথম পোস্ট এ কপি

  7. Sarowar Subscriber says:

    আমি ভালো করেই জানি।
    কারণ কাস্টম রম রুটএবং xposed installer এর যত পোস্ট আছে সব গুলো আমার মুখস্থকরা।

    • Yeasin Author says:

      তাইলে আপনি ট্রিকবিডিতে পোস্ট করেন

    • Sarowar Subscriber says:

      আমি ভালো করেই জানি।
      কারণ কাস্টম রম রুটএবং xposed installer এর যত পোস্ট আছে সব গুলো আমার মুখস্থকরা।

  8. Sarowar Subscriber says:

    এখনো টিউনার হওয়ার সৌভাগ্য হয়নি।
    আমার একটা জিনিশ মাথাই ডুকে না…
    রানা কি দেখে এসব পোস্ট গুলো approved করে।

  9. Bads Man Shakil Khan Author says:

    100% riadrox vaiyer post copy kora.accha,tuner jaderke banano hoy,tader pending post check kore ki kora hoy?r akhane tuner hote gele ki korte hobe?

Leave a Reply

Switch To Desktop Version