Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » বাংলা লিখতে আর নয় কষ্ট। এখন Gboard-এ বাংলা লিখুন নতুন ভাবে, অভ্র স্টাইল

বাংলা লিখতে আর নয় কষ্ট। এখন Gboard-এ বাংলা লিখুন নতুন ভাবে, অভ্র স্টাইল

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন।
যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তা আপনারা সবাই জানেন।আমার জানা মতেএ বিষয় নিয়ে আগে কেউ পোষ্ট করেনি। করলে আমি দুঃখিত।
Gboard হলো google Inc তৈরি একটা কিবোর্ড অ্যাপ যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
মূলত Gboard এ রয়েছে লেখার জন্য অসাধরন সব সুবিধা যা অন্য কোনো কিবোর্ডে আজও খুঁজে পাওয়া যায়না।
সপ্রতি এই কিবোর্ডটি ইংলিশ ওয়ার্ডে বাংলা লেখার সুবিধা যোগ করেছে।এই কীবোর্ডে আগে বাংলা লেখার অক্ষরগুলো ছিল একলাইনে। বাংলা লেখার সুবিধা আগে থেকে থাকলে অভ্র স্টাইলে লেখার সুবিধা কিছুদিন আগে যোগ হয়েছে। তো এখন কোনো রকম ঝামেলা ছাড়াই বাংলা লেখা চলবে নির্বিঘ্নে। যুক্তবর্ণ নিয়েও অযথা মাথা ঘামাতে হয় না।
রয়েছে glide typing সুবিধা।
এসব ফাও প্যাঁচাল বাড়িয়ে আর সময় নষ্ট করাতে চাইনা।কেননা এ সম্পর্কে জানে না,এমন ফোন ইউজার পৃথিবীতে বিরল।

তো চলুন শুরু করা যাক।
ধাপগুলো পর্যায়ক্রমে স্ক্রিনশটের মাধ্যমে বোঝানো হয়েছে।
Gboard অ্যাপটি প্লেস্টোর থেকে ইনস্টল করে নিন। অবশ্যই নতুন ভার্সন লাগবে।
Open করুন
Select input method
Gboard সিলেক্ট করুন
পরবর্তী পেজ আসবে। First option টা তে ক্লিক করুন।
এরপর
একটু নিচে স্ক্রল করলেই Bangla option পাবেন।সিলেক্ট করুন
Bangla (India) সিলেক্ট করুন
2nd lay টা সিলেক্ট করুন। Multilingual এনাবল করে দিন। English Us এ ✓দেওয়া না থাকলে টিক দিন।
[NB] data connection on রাখবেন।
ব্যস কাজ শেষ।এখন আরামসে বাংলা লিখতে থাকুন।
কমেন্ট করুন,পছন্দ না হলে উপযুক্ত কারন দেখিয়ে রিপোর্ট করুন। ধন্যবাদ।

7 years ago (Oct 23, 2017)

About Author (7)

Md. Alomgir Hossain
author

Trickbd Official Telegram

2 responses to “বাংলা লিখতে আর নয় কষ্ট। এখন Gboard-এ বাংলা লিখুন নতুন ভাবে, অভ্র স্টাইল”

  1. . Contributor says:

    ✌✌গুড পোস্ট

Leave a Reply

Switch To Desktop Version