Be a Trainer! Share your knowledge.
Home » Facebook tricks » [facebbook mega] ফেসবুকে আটোলাইক নেয়ার পরে আপনার আইডি থেকেও অন্যের পোষ্ট বা ফটোতে অটোলাইক চলে যাচ্ছে??? নিয়ে নিন সমাধান,,,, by Hridoy..

[facebbook mega] ফেসবুকে আটোলাইক নেয়ার পরে আপনার আইডি থেকেও অন্যের পোষ্ট বা ফটোতে অটোলাইক চলে যাচ্ছে??? নিয়ে নিন সমাধান,,,, by Hridoy..

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সকলে?? আশা করি ভালই আছেন,,,,। আর আমি ও ভাল আছি,,,

আজ হইতবা আপনাদের জন্য কিছু স্পেশাল নিয়ে আসতে পারছি।

আমি সবসময়ই ট্রাই করি আপনাদের কে ভাল কিছু দিতে,,, আর সে লক্ষেই কাজ করি,,,।

তো যাইহোক মূল টপিকে আছি,,,

অনেকের এমন হয় যে আপনি কোনো এপস বা সাইট থেকে অটো লাইক নিছেন,,,তারপর Activity log চেক করে দেখা যায় আপনি আপনারই অজান্তে অন্যের পোষ্টে লাইক দিচ্ছেন যারা আপনার অপরিচিত বা আপনি যাদের পোষ্টে লাইক দিতে চান না।

অনেক সময় এমন ও হয় যে, এভাবে কোনো খারাপ পোষ্ট বা ছবিতে আপনার অজান্তেই লাইক চলে গেছে।
এতে করে তো আপনাকে সবাই খারাপ ভাবতে শুরু করবে তাই না???
আপনি নিশ্চয়ই এমন টা চাবেন না। আপনি চাইবেন এটা থেকে পরিত্রান পেতে,,,
আমিও এই প্রবলেমে পরেছিলাম,,,,,
আমি ট্রিকবিডি তে দেয়া একজনের এউথরের পোষ্ট দেখে আমার পোষ্টে অটো লাইক নিছিলাম,,,
তারপর একদিন activity log চেক করে দেখি অপরিচিত লোকের পোষ্টে লাইক তাও আমার অজান্তে,,,
একজনের কাছে জিজ্ঞাস করায় সে বলল এর থেকে পরিত্রান পাওয়ার কোনো পথ নেই,,,
সে বলল এ থেকে বাচতে আইডি বাদ দিতে হবে,,।
কিন্তু কে চাই তার শখের আইডিটা বাদ দিতে!!!

তাই আমি অনেক ভেবে অনেক চিন্তা করে অবশেষে এ থেকে বাচার উপায় বের করেছি,,,

তো চলুন জেনে নিই কীভাবে এ সমস্যা থেকে বাচা যায়!!!?

১।প্রথমে আপনি আপনার আইডিতে লগ ইন করুন।
২। তারপর Settings & privacy তে যান।
৩।General এ যান।
৪।Password এ যান।
৫। ওখানকার বক্স অর্থাৎ পাসওয়াড চেন্স এর বক্স পূরণ হয়ে গেলে Change password চাপুন।
৬। এখন দেখবেন নিচের মত একটা পেজ আসবে।!

ছবির মতো Logout of other device সিলেক্ট করুন।
তারপর Continue প্রেস করুন।
৭। এখন দেখবেন নিচের মত একটা পেজ আসবে।

জাস্ট Continue প্রেস করুন।
৮। এখন নিচের মত আসবে

ওখানে আপনার ইমেইল, মোবাইল নম্বর ও নাম সিলেক্ট করে Next চাপুন।
৯। এবার নিচের মত আসবে।

এখানে খুব মনোযোগ দিয়ে করবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন পোষ্টে আপনি লাইক দেন নি যা আপনার অজান্তেই লাইক পরে গেছে।
সবগুলা সিলেক্ট হয়ে গেলে নিচের Continue / next চাপুন।
১০। এখন নিচের মত একটা পেজ আসবে।

ব্যাস,,,! যদি এরকম আসে তাহলে আপনার কাম শেষ। 😛
বি:দ্র: আপনি এর পরে যদি আবার অটো লাইক নেন তাহলে পুনরায় সমস্যা টি শুরু হবে। সেক্ষেত্রে একই নিয়মে সমাধান করতে হবে।


আশা করি বুঝাতে সক্ষম হয়েছি,,,কেউ যদি না বুঝেন তাহলে কমেন্ট করুন অথবা ফেসবুকে যোগাযোগ করুন।

আমার অফিশিয়াল ফেসবুক পেজ। সবধরণের টিপস ও সমস্যার সমাধান পেতে লাইক দিয়ে সাথে থাকারর অনুরোধ রইল
ধন্যবাদ সকলকে।
7 years ago (Mar 08, 2017)

About Author (48)

Atiquzzaman Redoy
author

Know something of everything & everything of something..

Trickbd Official Telegram

18 responses to “[facebbook mega] ফেসবুকে আটোলাইক নেয়ার পরে আপনার আইডি থেকেও অন্যের পোষ্ট বা ফটোতে অটোলাইক চলে যাচ্ছে??? নিয়ে নিন সমাধান,,,, by Hridoy..”

  1. NaZmuL HaQuE Contributor says:

    dur mia..sobai amon korle to r keu like e pabe na

  2. নিয়ন Author says:

    ভাইরে এতকিছু করা লাগেনা…এপটা Settings & Privacy > Apps এ গিয়ে রিমুভ করে দিলেই হয়..

  3. ruhul7574 Contributor says:

    আমি কোন পোস্ট এর শেষে More এ কি ভাবে পেজের লিংক দিতে পারবো??? কেউ পারলে বলবেন প্লিজ

  4. Sojibmiah Contributor says:

    ধুর।এতো কাহিনি করা লাগে না শুধু যে এপস দিয়া লগ-ইন করছি ওইটার পারমিশন অফ করে দিলেই হয়।বাই দা ওয়ে অনেক সুন্দর পোস্ট।শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ।

  5. kmriazahamed Contributor says:

    যে বিষের না জানেন সি বিষের পোষ্ট করেন কেন???

    এভাবে করলেত বালের মতাও হবে না

    setting->apps-> যে apps দিয়া login করা htc,nokia,blackberry,iphone সেই apps রিমুভ করে দিন একটা like ও অজান্তে যাবে না

  6. Md Khalid Author says:

    arekta ache miah ja bollo,Setting > APPs a giye app permition remove dilei kam shara

  7. Sakib iks Contributor says:

    Solve,,, Problem…
    অটোলাইক কেউ নিবেন না..
    আপনার আইডি থেকে কারু পোষ্টে লাইকও পরবেনা.. আর টেনশনেও করতে হবে না।

  8. Sazalibrahim Contributor says:

    এই ভাবে আর করা জায় না।

Leave a Reply

Switch To Desktop Version