Be a Trainer! Share your knowledge.
Home » LifeStyle » নরম চুল পেতে ৫টি ঘরোয়া টিপস

নরম চুল পেতে ৫টি ঘরোয়া টিপস

★ জেনে নিন কয়েকটি সহজ উপায়। ঘরে বসেই চুলে
পাবেন উজ্জ্বলতা। সেই সঙ্গে নরম হবে আপনার
চুল…..
১. চুলের স্বাস্থ্য বজায় রাখতে ব্যবহার করুন পাকা
কলা।
কলার মধ্যে রয়েছে পটাশিয়াম। চুলের বৃদ্ধি ও
কোমলতা
বাড়ায় পটাশিয়াম। চুল অনুযায়ী কলা নিন। হাতে
চটকে
স্কাল্প ও সমগ্র চুলে লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে
ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন, চুল আগের
চেয়ে অনেক সফ্ট হয়েছে।
২. একটি পাত্রে দু-চামচ আমলা পাউডার ও লেবুর রস
মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুনন। চুলে এই
মিশ্রণটি
লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। এই অবস্থায়
১৫
মিনিট অপেক্ষা করে জল দিয়ে চুল ধুয়ে নিন।
কয়েকদিন

অন্তর এই মিশ্রণটি চুলে লাগালে আশানুরূপ ফল
পেতে
পারেন।
৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে দু-চামচ মেথি
সামান্য
দইয়ে ভিজিয়ে রাখুন। সকালে তা দিয়ে একটা
পেস্ট
তৈরি করে নিন। চুলের গোঁড়া ও চুলের লেন্থ বরাবর
সেই
মিশ্রণটি লাগিয়ে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করুন।
তারপর
শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে বেশ কয়েকবার
এই
পদ্ধতিটি মেনে চললে দেখবেন খুশকি উধাও হয়ে
গেছে।
চুলের কোমলতাও ফিরে এসেছে।
৪. নিমেষে চুলের কোমলতা পেতে ব্যবহার করতে
পারেন
লাউয়ের রস। চুলে আধ ঘণ্টা লাউয়ের রস লাগিয়ে
রাখুন।
তারপর জল দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন, কেমন সফ্ট

উজ্জ্বল হয়ে গেছে আপনার চুল।
৫. চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যবহার করতে
পারেন
ফ্ল্যাক্সসিড বীজ। হাফ কাপ ফ্ল্যাক্সসিড দু-কাপ
জলে
ভিজিয়ে রাখুন সারারাত। সকালে ১০ মিনিট
আগুনে
ফোঁটান। ঠান্ডা হলে সেই জল চুলে লাগান। মিনিট
১৫
রেখে ধুয়ে ফেলুন। আশা অনুযায়ী ফল দেখতে
পাবেন।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

8 years ago (Apr 25, 2016)

About Author (279)

Ahmed Pranto
author

Please all friend visit PostMela.Com

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version