Be a Trainer! Share your knowledge.
Home » Php » আপনার Android phone দিয়েই PC এর মতো localhost বানান এবং wp install করুন।আর হয়ে যান web developer (part-1){By Nasir}

আপনার Android phone দিয়েই PC এর মতো localhost বানান এবং wp install করুন।আর হয়ে যান web developer (part-1){By Nasir}

বিসমিল্লাহির রাহমানি রাহিম

আসসালামু আলাইকুম!!

কেমন আছেন সবাই?? আমি আল্লাহ্‌র রহমতে ভাল আছি। আজকে আমি যে বিষয়ে লিখতেছি এটি আশাকরি সবার ভাল লাগবে। আর যদি আপনি আমার সবগুলো পোষ্ট পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই একজন web developer হতে পারবেন।


আমি আজ থেকে আপনাদেরকে যে বিষয়টি শিখাতে যাচ্ছি তা আমার মনে হয়না এর আগে কখনো কেউ শিখাইছে।

ভাইয়া আমরা অনেকেই চাই web development এর কাজ শিখতে। অনেকেই google এ সার্চ করে অনেক আর্টিকেল পড়ি বা youtube এ সার্চ করে অনেক ভিডিও দেখি।কিন্তু দুখের বিষয় হচ্ছে এসব টিউটোরিয়ালে pc ছাড়া কাজ করা অসম্ভব।

কিন্তু আমাদের সবার ত আর pc নাই তাই আমরা হতাস হয়ে পড়ি।

কিন্তু আজ থেকে আমি আপনাদেরকে সম্পুর্ণ কাজ শিখাবো এন্ড্রয়েড মোবাইল দিয়েই।

অনেক কথা বলে ফেললাম,, যাই হোক চলুন মুল পোষ্টের দিকে এগুই,,,,,,,

আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের Android phone কে localhost এ পরিণত করব। তাও আবার সেম ২ সেম পিসি এর মতো।


Ok start now…

১ম এ Google থেকে php runner এর শেষ version এর আগের version টা download করে নিন।


App Name:- PHP Runner
App size:-16 Mb


অথবা playstore থেকে নামিয়ে নিন।


বি:দ্র:- আমি অনেক গুলো apps use করছি। তার মধ্যে এটাই best.

apps টি download করে install করুন। তারপর open করুন।

উল্লেখ্য যে আপনার ফোনের data connection on রাখুন।

তারপর নিচের sshoot অনুযায়ী কাজ করুন।

ব্যাস কাজ শেষ। আপনার Android phone টি এখন localhost হিসেবে কাজ করবে।

চলুন দেখে নেই কাজ করে কিনা!!??

উল্লেখ্য যে এখন আপনার ফোনের data connection off করুন।

এবার আপনি chrome browser টি open করুন,,

আর address বার এ লিখুন

http://localhost:8080

নিচের sshot লক্ষ্য করুন

এখন Go তে বা inter এ ক্লিক করুন।

এবার দেখুন আপনার browser এ php show করছে নিচের মতো।

তার মানে আমরা সফল ভাবে কাজটি সম্পূর্ণ করতে পারছি।


★★বি:দ্র:- আপনারা যদি পরবর্তী পর্ব গুলো চান তবেই আমি পরবর্তী পর্বগুলো দিব ইনশাআল্লাহ।


আবার পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ!!
সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের এবং আমাকে সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি।

এছাড়াও যেকোন. সাহায্য বা সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ।

My facebook I’d:-
Mãhbûb Ñãsîr

7 years ago (Aug 10, 2017)

About Author (24)

Mahbub Nasir
author

জীবনে শেখার কোনো শেষ নেই।?

Trickbd Official Telegram

32 responses to “আপনার Android phone দিয়েই PC এর মতো localhost বানান এবং wp install করুন।আর হয়ে যান web developer (part-1){By Nasir}”

  1. Ex Programmer Contributor says:

    চাই চাই চাই চাই চাই…..পরবর্তী পর্ব চাই!

  2. Nabil Mahmud Author says:

    good post localhost e database create korbo kivabe eita niye ekta post den

  3. Shakib IT ✅ Contributor says:

    osam post….

  4. Bokul Contributor says:

    next kokhon?

  5. masud says:

    কালকে দিন।

  6. nhrocky Contributor says:

    vai ami ei puro jinis ta bujlam na,kindly jodi ektu explain korten, eta diye ki ki kora jai??

    • Mahbub Nasir Author Post Creator says:

      মানে এটা দিয়ে আপনি ট্রিকবিডি এর মতো ওয়েবসাইট বানাতে পারবেন তাও আবার offline এ,, আমার পরের পর্বটি প্রোফাইল থেকে দেখে নিন। তাহলে আর ভাল ভাবে বুজতে পারবেন।

  7. SuperRox Author says:

    vai amar to download myphpadmin install hoy na ki korbo

    • Mahbub Nasir Author Post Creator says:

      ভাইয়া আমি আপনার প্রশ্নটি বুজতে পারলাম না। প্লিজ ক্লিয়ারলি করে বলেন।

  8. SuperRox Author says:

    mane php runner theke 1st install hoy but niche je lekha ase download myphpadmin ota install hoy na.to akhon ki korbo??

    • Mahbub Nasir Author Post Creator says:

      আপনার SD Card এ কমপক্ষে ৫০০ এম্বি জায়গা খালি রাখুন,
      তারপর sdcard এ htdocs নামে একটি folder আছে সেইটা ডিলিট করেন।
      php runner এপ্সটি uninstall করে আবার install করুন

  9. Mahbub Nasir Author Post Creator says:

    ওকে

  10. Nahid Fahim Expert Author says:

    দুর্দান্ত

  11. Nahid Fahim Expert Author says:

    আপনি কি বুঝতে পারছেন না যে আমাদের এখন ই পরের পর্ব গুলো দরকার । So plz…

  12. SHUKUR Contributor says:

    vai amr hocce na pls apnar number ta den

    • Mahbub Nasir Author Post Creator says:

      ব্রো আমার প্রোফাইল এ দেখুন এর সমস্যার সমাধান নিয়ে পোষ্ট করা আছে

  13. K.M. Jalal Hossen Contributor says:

    php admin download hocche na bro

Leave a Reply

Switch To Desktop Version