Be a Trainer! Share your knowledge.
Home » Trickbd Notice » [Mega Post] Riadrox – ব্রো কেন রিপ্লাই দেয় না? সাথে কিছু পরামর্শ । সব্বার জন্য এই পোস্ট।

[Mega Post] Riadrox – ব্রো কেন রিপ্লাই দেয় না? সাথে কিছু পরামর্শ । সব্বার জন্য এই পোস্ট।

আপনারা অনেকে হয়ত ভাবছেন – Riadrox খুব অহংকারী।

↓↓↓

# রিয়াদ ব্র পেজ খুলে বসে আছে অথচ কারও মেসেজ এর রিপ্লাই দিচ্ছেনা।
# ভাবছেন আপনার সমস্যার সমাধান হয়ত আমার কাছে নেই তাই রিপ্লাই দেই না।
# অনেকে ভাবছেন শুধু আপনার মেসেজই রিপ্লাই দিচ্ছি না।
# অনেকে একটার পর একটা মেসেজ দিয়েই যাচ্ছেন তাও রিপ্লাই দিচ্ছি না।

এখন, আমার প্রশ্ন হলো আমি যদি আগামী সাত জন্মেও আপনাদের রিপ্লাই না দেই, তাহলে???

হ্যাঁ এটার উত্তর সবাই দিতে পারবেন। কেউ বলবেন না দিলেন, দরকার নেই। আবার কেউ উপরের (#) তিনটি কারন তুলে ধরবেন।।

সে যাই বলেন , আমার জায়গায় আপনি হলে বুঝতেন।

দাড়ান একটা উদাহরণ দেই,
রুট কি? এই প্রশ্নের উত্তর সবাই হয়ত জানেন, কয়েকজন ব্যতিক্রম।
এটাই স্বাভাবিক। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন রুট এর এডভান্সড বিষয়ে, ধরুন কাস্টম রম কিভাবে দিব??

অপরদিকে একজন জিজ্ঞেস করল ভাই রট কি। (লুল)
রট — রুট কে রট বানাইলাচে!!!
যাই হোক বল্লাম অনেক কষ্টে। ( যেমন মানুষকে বলা মানুষ কাকে বলে??)

আবার রিপ্লাই দিল ভাই – বুঝলাম না, আরেকবার ভাল করে বলুন।

## এবার আর বললাম না, ডাইরেক্ট রুট নিয়ে একটা পোস্টের লিংক দিয়ে দিলাম।

জানিনা লিংক এ ঢুকছে কি না, বলতিছে পোস্টটা পড়ে বুঝলাম না, আপনি বলুন তো।
মাথা গেল ঘুরে, এ ভাই পোস্টে স্ক্রিনশট, হেডিং দিয়ে সুন্দর করে বোঝানো আছে, সেটাই বুঝতিছেন না, আর আমি ফেসবুকে রিপ্লাই দিয়ে দিয়ে আপনাকে ১ ঘন্টা ধরে বোঝাব আর আপনি বুঝে যাবেন।

বলছে – না আপনার কাছ থেকেই শুনব।

দেখুন একজনের মেসেজ এর রিপ্লাই দিতেই কত প্যারা,,,
আর ডেইলি ৫০/৬০+ মেসেজ আসে। কিভাবে দিব।

ভাইয়ারা আমি ইন্টার ২য় বর্ষে পড়ি, শুনেছি এটা নাকি জীবনের উর্বর সময়। তাই পড়াশোনায় মন দিতে চাই।

এখন ১ টা পোস্ট লিখতে ১ ঘন্টা লাগে, পোস্টের আইডিয়া বের হতে তো ৩/৪ ঘন্টা মোবাইল ঘাটতে হয়।
পোস্ট দিয়ে আবার সব কমেন্টের রিপ্লাই দেওয়া, সাইটে ফাইল আপ দেওয়া গেল ৫/৬ ঘন্টা।
কলেজে যায় ৩/৪ ঘন্টা, প্রাইভেট এ ৩ঘন্টা, পড়ুম কখন??

তার ভিতর আবার ফেসবুকে এসে ৫০/৬০+ মেসেজ এর রিপ্লাই দিতে বলতিছেন।

কি এই কচি মাথাটা খেয়ে ফেলার বুদ্ধি আটছেন আপনারা!! :প

তার চেয়ে আমার কথা মন দিয়ে শোনেন।

## নিজেকে আমার জায়গায় বসান আর ভাবুন – রিয়াদ ভাই এতকিছু কিভাবে শিখল?? নিজের চেষ্টায়
নাকি মানুষের কাছে হেল্প চেয়ে চেয়ে?

আমি কারও হেল্প নেয়নি, নিবও না। কারনটা না হয় বললাম না।
একটা কথা আছে মানুষ একে অপরের হেল্প ছাড়া বাঁচতে পারে না,
ভার্চুয়ালে একথা আমার কাছে একবারে মিথ্যা, ধরুন এই, যে আপনার ফোনের কোনো সমস্যা হল – ফ্রেন্ডকে বলছেন, মেকারকে বলছেন।
কেন নিজে সমস্যাটা জানলে ক্ষতি কি??

জ্বরের ঔষধ প্যারাসিটামল এটা তো জানেন! কি কোনো ক্ষতি হয়েছে জানার ফলে।

একটা কথা মাথায় রাখবেন, মোবাইল মানুষকে সৃষ্টি করেনই, বরং মানুষই মোবাইলকে সৃষ্টি করছে।
তাহলে কেন ভয় পাচ্ছেন আপনার ফোনকে?

ও আরেকটা কথা মনে পড়ল, আপনাদের ভয় তো হবেই বয়স না হতেই দামি ফোন কিনে খুব সেনা হয়ে গেছেন।
কিনছেন তো সেলফি তোলার জন্য, তা আমি ভাল করেই জানি। অথচ,
১০ দিনের মাথায় কান্না জুড়ে দিছেন– এ্যাঁ, আমি ফোন রুট করুম !!


কারনটা কি ভেবে দেখেছেন কখনও?


মানুষ আগ্রহ – না না – তীব্র আগ্রহ নিয়ে জন্মায়। এ কারনে, মন চাইছে একটু রুট করে দেখি না কি হয়।
আবার ভয়ও লাগে রুট করলে যদি আমার দামি ফোনের কিছু হয়।

আপনি তো তাহলে বামুন হয়ে চাঁদে হাত দিয়েছেন। আমার প্রসঙ্গে আসি,
আপনার চেয়ে ফোনের নেশা আমার বেশি এটা শিয়র আমি।
তাই বলে,

আমি বোকার মত দামি সেট কিনে নিজের প্রতিপত্তি দেখাতে যাব না। কিনলে শেখাও হবে না কিছু, আবার কিছুদিন ইউস করে আফ আর সোস করতে হবে :p

আমি ফোন কিনেছি জেলিবিন, তারপর কিনব কিটক্যাট, তারপর ললিপপ, তারপর,,,,,,,,
এরকম কেউ কি ভেবেছেন? কেউ না, আমি জানি।
আপনারা বলবেন – অত ফোন কিনলাম না। একটাই ভালো।


কিন্তু আমি ভেবিছিলাম!!

দেখুন, আমার কি ভাগ্য,
আমার ফোনে আমি কিটক্যাট, ললিপপ, মার্শমেলো, এমনকি সদ্য রিলিজড্ নোগাট ও ইউস করেছি –
সেই জেলিবিন ফোনেই। আমার কি অতগুলা ফোন কেনা লাগল?? – লাগল না।

আমি কিন্তু জানতামও না এরকম হবে।

ইন্ডিয়ান একটা এডে দেখায় – Small milate jaw, Large banate jaw
এর বাংলা তো বোঝেনই আর বললাম না।

জীবনে উচু হতে প্রথম দিকে মাথা আপনাকে নিচু করতেই হবে।

Ex-
প্রথম দিকে নিচু হয়ে পথ দেখবেন, ভাল করে চিনে নিবেন। পরে উচু দিকে চেয়ে হাটলেও সমস্যা হবে না।
আর যদি প্রথম থেকেই উচু দিকে চেয়ে হাটেন তাহলে নর্দমায় পড়ে যাবেন।

এই ছিল আমার কিছু কথা। তবে,

আমার খুব আনন্দ হয় এই দেখে যে অনেকে আমার মত করে ট্রিকবিডিতে পোস্ট দিচ্ছে। যাই হোক তারা তো শিখেছে কিভাবে পোস্ট ডকোরেট করতে হয়

আমি আর বলব না, এটাই আমার মনোভাব, এটাই আমার চিন্তা।

আমার মন যা বলে, আজ কিছুটা শেয়ার করলাম, অন্যদিন হয়ত আরও একটু বলব।
আপনাদের মতবাদ ভিন্ন হতেই পারে, কিন্তু আমাকে জানাতে পারেন।

তবে সবার শেষে বলে রাখি, আমি পেজের মেসেজ এর রিপ্লাই দিব না।

যারা সংশ্লিষ্ট পোস্ট অনুযায়ী আমার পোস্টে কমেন্ট করবে তারাই রিপ্লাই পাবে। আর এই পোস্টের প্রতিবাদ জানাতে চাইলে কমেন্ট করুন।

ধন্যবাদ।

ভালো থাকুন ।


Writter: #Riadrox
FB Page: /myself.riadrox

8 years ago (Jul 11, 2016)

About Author (280)

Riadrox
Legend author

ওয়েব ডেভলপার, এন্ড্রয়েড মাস্টার, এসইও এক্সপার্ট (Google), ওয়ার্ডপ্রেস থিমস ডিজাইনার & ট্রিকবিডির নং #১ টিউনার

Trickbd Official Telegram

69 responses to “[Mega Post] Riadrox – ব্রো কেন রিপ্লাই দেয় না? সাথে কিছু পরামর্শ । সব্বার জন্য এই পোস্ট।”

  1. IT Expert Legend Author says:

    Hmm.. Bro you are right.

  2. yeasinll Contributor says:

    amar mono protibad nai

  3. Fahim Contributor says:

    u r right bro….

  4. rupok12 Contributor says:

    nice………..

  5. indra Contributor says:

    Inter 2nd year..unbelievable dear bro.

  6. Rabby Contributor says:

    সে তো বুঝলাম।কিন্তু পোস্ট করা কমিয়ে দিছেন কেন?

  7. lukman hasan Contributor says:

    plz rana vai amake tunar koren……!

  8. Md Hridoy Contributor says:

    plzzz Rana Bai amka duia kora tuner banan

  9. ZaLaL Contributor says:

    its not a full story of riad roxy… 😒😒😒

  10. Nayan Contributor says:

    গুগলকে সঠিক ভাবে ব্যবহার করতে শিখ তাইলে অন্যের কাছে হেল্প চাওয়া লাগবেনা..!!

  11. Fibd.gq Subscriber says:

    আগে পড়ালেখায় মন দিন পরে এসব। দেখবেন একসময় আপনি মোবাইল ঠিক না মোবাইল নিজেই তইরি করবেন।

  12. khantanvir Contributor says:

    hmm…gd bro..bt amr akta help er dorkar chilo…amr maximus 406 a cwm/twrp konotai hosse na…ki korbo?? ami custom rom use korte chai..help plz

  13. Kazi Abdul Wakil Contributor says:

    ঠিক বলেছেন। ফেসবুকে এত ম্যাসেজের রিপ্লাই দিয়ে পারা যায় না। আবার ঠিকমত রিপ্লাই না দিতে পারলে বলে- এত ভাব লন কেন

  14. Reja BD Author says:

    Yes Riad Bai ,, Amra jara Shadharon tuner ba fb user neter kicu kaj pari amader oi Reply dite biroktho lage,

    Ar apnader to tulona nei,
    Thar pore o apnara Help korar Cesta Koren , Asole sobai asol karon ta bujena try korte cayna

  15. Maxtan Contributor says:

    কাল রাতে পোষ্টা পড়ছিলাম এখন কমেন্ট করলাম।
    অনেক ভালো লাগছে আপনার কথা গুলো
    সাজিয়ে গুছিয়ে লিখছেন

    -জাষ্ট অসাম

  16. jibon mia Contributor says:

    ভাই আমার মুবালে কাওকে কল দিতে পারিনা এম্বি চেক করতে পরিনা খালি এই লেখাটা দেখাই প্লিজ হেল মি।Factory rest দিছি এবং volume+up button all data fac rest অ দিছি বাট কাজ হচ্চেনা এটাই দেখাই search for all available network। প্লিজ আমাকে হেল্প করুন।

  17. jibon mia Contributor says:

    ভাই আমার মুবালে কাওকে কল দিতে পারিনা এম্বি চেক করতে পরিনা খালি এই লেখাটা দেখাই search for all avilavle network.. প্লিজ হেল মি।Factory rest দিছি এবং volume+up button all data fac rest অ দিছি বাট কাজ হচ্চেনা এটাই দেখাই search for all available network। প্লিজ আমাকে হেল্প করুন।

  18. jibon mia Contributor says:

    Devel bro.lenovo a369i plz help

  19. jibon mia Contributor says:

    Lenovo A369i

  20. jibon mia Contributor says:

    Rakib bro amak bolcen.

  21. jibon mia Contributor says:

    Devil bro plz help me..

  22. racer Contributor says:

    good post…riad…..kka……. karnel. mobile dia port korar ekta post koiro..onek e boot.img port korte pare na..so oneker phone boot e stuck kore……..waiting for your next post

  23. racer Contributor says:

    riad tomar sob post er comment deikha ekdom vudai hoiya geshi
    ….serious…..next e মোবাইল দিয়ে কার্নেল পোর্ট korar post ta koiro….

  24. Gm Babu Contributor says:

    riad vai apni kivabe mobile e sob Android version use korchen?bolben pls…..

  25. Riadrox Legend Author Post Creator says:

    Ta bujhben na

  26. Gm Babu Contributor says:

    arekta question.amar ekta tab er sd card holo phone memory.space 1 gb.ei jonno hd game khelte pari na.sd card phone memory howate obb file sd card e rakhle hoy na.kono opay ace eta te hd game khelar?

    • OnToR Author says:

      Usd Xposed Installer and XinternalSD
      Active Module XinternalSD XINTERNALSD te ৩ টা টিক দেয়ার জায়গা থাকবে ৩ টাই দিবেন।

  27. Akash Ahmed Contributor says:

    custom rom sompork karo kicu janar thakle bolo ..Ami Help Korbo

  28. Anik datta Contributor says:

    U are Right bro

  29. Anamul Hasan Mahdi Contributor says:

    riad bro tomar custome rom gula Wi-Fi dia download hoy but maze modhe abar prothom theke suru hoy. tai mobile data dia download dite gelam but visit e tip dile kicui hoy na. ki korbo?

  30. Gm Babu Contributor says:

    amar question er ans pailam na.ontor vai ki bollen bujhai bolen

  31. অমানুষ Contributor says:

    জদি কনো ব্যতিক্রম প্রশ্ন করি উত্তর পাব কি?

  32. Arian The Boss Contributor says:

    I don’t know how to install custom ROM pls help me Riadrox.

  33. Gm Babu Contributor says:

    Amar ekta tab e phone memory 1 GB tai Hd game khelte parina.kono somodhan ace ki?r ha obb file ta phone memory te rakte hoy

  34. Kowsik Contributor says:

    riad vai amar symhony v60 ar recovery.img and masmallow cust rom ta jodi aktu made kora ditam tahola onak help hoto

  35. abulbul675 Contributor says:

    #RanaVai please amake Trickbd.com/ er Tuner Banan

  36. saimun islam sohag Contributor says:

    রিয়াদ ভাই,আপনার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো।
    কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়।
    ইচ্ছা থাকলে পৃথিবীর যে কোনো কাজ সহজেই করা সম্ভব।
    ধন্যবাদ আপনাকে।

  37. Shafiq Jr Author says:

    ভাইয়া আমি ৩ টা পুষ্ট করেছি নিজে ও স্ক্রিনশট সহ,, প্লিজ সাহায্য করুন।

  38. Proloy Saha Contributor says:

    আমিও ১কই রকম কিছুটা

  39. Abdullah Al Maruf Author says:

    Apnr jibon kahini aamar jibon kahini same.

Leave a Reply

Switch To Desktop Version