Be a Trainer! Share your knowledge.
Home » Windows mobile » এক্সপিতে লাগিয়ে নিন উইন্ডোজ ৮-এর স্টার্ট মেনু

এক্সপিতে লাগিয়ে নিন উইন্ডোজ ৮-এর স্টার্ট মেনু

এখনও আমি উইন্ডোজ এক্সপির জন্য একটা সাধারন সফটওয়্যার দিচ্ছি।

ভাবতেও অবাক লাগে, কিন্তু কি আর করা যাবে!
আমাদের দেশে এখনও অনেকেই উইন্ডোজ এক্সপি ব্যাবহার করেন, আমিও করি।
এবার আজকের সফটওয়্যারটির সম্পর্কে বলি…
Win 8 Start Menu
আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি ইন্সটল থাকে তাহলে আপনি এই ছোট সফটওয়্যারটা দিয়ে আপনার এক্সপির স্টার্ট মেনু পরিবর্তন করে উইন্ডোজ ৮ এর মত করতে পারবেন।
এছাড়া আরও অনেক অপসান আছে।
এটা উইন্ডোজ ৭ ব্যাবহারকারিরাও ইন্সটল করতে পারবেন।
এখান থেকে ডাউনলোড করে নেনdownload
মাত্র ৮ এমবি, ডাউনলোড করার পর ইন্সটুল করুন।
আপনি সফটওয়্যারটি ওপেন করে নানারকম অপসান পাবেন।
তাছাড়া উপরের ছবিতে বাদিকে উপরে দেখুন একটা সেটিং আইকন আছে, ওখানে ক্লিক করেও আপনি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
Windows 8 Start Menu
উপরের ছবিতে দেখুন এই সফটওয়্যারে অনেক আইকন ও স্টাইল আছে।
যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করুন।
আশা করি আপনাদের ভালো লাগবে।

8 years ago (Dec 30, 2015)

About Author (126)

Sheikh Rasel
author

Pc and android zone.

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version