আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
তো শুরুতেই বলেনেই এই পোস্টে আমি রুট করার টিউটোরিয়াল দেখাবো না। আপনারা post টা পড়ার পর আপনাদের phone company name : Samsung, One plus, Walton etc. লিখে নিচে comment করুন। আমি without PC & Custom recovery Root series শুরু করবো। যেখানে A to Z দেখাবো।এখানে আমি কম্পিউটারের adb access কিভাবে ফোনে করা যায় তা দেখাবো। তো ADB কি এ জিনিসটা অনেকেই বুঝে না?
যদি আপনার একটি পিসি থাকে তাহলে ওই পিসির সাথে আপনার ফোনটি কানেক্ট করে Adb tool এর মাধ্যমে বিভিন্ন কমান্ড দিয়ে ফোন কন্ট্রোল করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, Bootloader unlock করতে পারবেন, custom rom, custom recovery install, phone Lock unlock সহ নানা কিছু করতে পারবেন। কিন্তু আপনার যদি পিসি না থাকে তাহলে ফোন দিয়ে ও এগুলো করতে পারবেন। এর জন্য বিভিন্ন টার্মিনাল বা আলাদা এপ্স রয়েছে।তো আজকে আমি আপনাদের Shizuku এর মাধ্যমে termux এ adb access দেখাবো। তো যাদের ফোনে Shizuku কানেক্ট হয় না বা বিভিন্ন সমস্যা হয় তারা নিচে কমেন্ট করতে পারেন আমি এটার সল্যুশন নিয়ে আসব। আর কম্পিউটার বা রুট ছাড়া Shizuku কানেক্ট করতে হলে অ্যান্ড্রয়েড 11 হতে হবে। তবে যাদের অ্যান্ড্রয়েড 11 নিচে তাদের জন্য alternative নিয়ে আসবো।
?Power of ADB
Before command
After command?
যা যা দরকার1.Shizuku setup.
2.termux.
3.MT manager.
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী
Guide
1. Termux install না থাকলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
[Play store version হবে না]
2. তারপর এইখান থেকে MT manager ডাউনলোড করে নিন।
Download
3.এখন termux এর app info তে গিয়ে Files এর পারমিশন দিয়ে নিন।
4. তারপর termux এ প্রবেশ করুন
এবং pkg update command রান করুন। বিভিন্ন কিছু জিজ্ঞেস করবে, y প্রেস করে রান করুন। তারপর pkg update হয়ে যাবে।
5. এখন Shizuku তে প্রবেশ করে এইখানে ক্লিক করুন।
তারপর Import files এ ক্লিক করুন।
অবশ্যই একটি খালি ফোল্ডার সিলেক্ট করবেন আমি Shizuku নামে একটি ফোল্ডার তৈরি করেছি।
6. এখন Mt manager এ গিয়ে ওই ফোল্ডারে প্রবেশ করুন। তারপর নিচের মতো দেখবেন।
7. এখন rish এ ক্লিক করে text editor সিলেক্ট করুন।
8. তারপর এইখানে গিয়ে PKG এর জায়গায় com.termux লিখে save করুন ।
9.back এ আসলে এরকম দেখাবে।
10.এখন rish এ চেপে ধরলে properties আসবে ওখানে ক্লিক করুন এবং path copy করুন।
11.এখন termux এ প্রবেশ করুন ।
12.তারপর sh (space) path address দিয়ে এন্টার চাপুন।
আমার ক্ষেত্রে command টি হলো:
sh /storage/emulated/0/Shizuku/rish
13.এখন Shizuku permission চাইবে। permission দিয়ে নিন।
14.এখন mobile model number দিয়ে $ চিহ্ন আসলে ভাববেন ADB setup complete.
#ভালো Response না পেলে Root Series শুরু করবো না।??
##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।
আমার ফোনের মডেল oppo reno 7 pro 5g
next plz
Mone hocce osomvob ke somvob korai apnar kaj..
Vivo oppo no method
Model M02
Root korbo kemne??
@Jubaercraker
Pc sara…..Onek apps a try korlm, hoyna…
7870 Octa (14 nm)
এই ফোন রুট করার ভালো কোন ওয়ে থাকলে একটু বলবেন প্লিজ।
তা না হলে এই ফোনে বুটলোড আর আনলক এবং কাস্টম রিকভারি কিভাবে ইন্সটল করা যায় সেটার একটু ভালো কোন ওয়ে বলে দেন। ??
Android 13
Full tutorial chai…..without pc
আর ভাই Wifi হ্যাকিং ও দিয়েন রুট ফোনে! trickbd এর আগের গুলা সব এখন আর Working না ?
For gcam
Please bro er upore ekta tutorial dien ?
ভিডিও দিলে ভালো হয়
ভালো হয়েছে পোষ্ট
আমার কাছে : Itel vision 1 / Redme 9A / Symphony i10 এই ৩ টা মোবাইল আছে পারলে এই ৩টা মোবাইল কিভাবে রুট করবো ঐটা নিয়া পোষ্ট করিয়েন
অন্য গুলো না হলেও সমস্যা নাই Redme 9A আর Symphony i10 এর নিয়ম টা বাহির করিয়েন ?
Model : ITEL A47 (L5505)
Model: v2027
অসাধারণ হইছে পোস্টগুলো। চালিয়ে যান ব্রো ?
Serial number:063963312L015819
Build number:KE5-H6123ABC-QGo-GL-220822V553
Tecno Spark 6go
Android 10
Onk trY Krsilam PC Or mobile Dia
vai aitaa hobeee?
Need magisk root tutorial
Xiaome Redmi note 12c
Android 9
Plz help, 🥺
vai pc chara root korar method anen